স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর! দিল্লিতে বিস্ফোরণস্থলে পৌঁছলেন অমিত শাহ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে সোমবার সন্ধ্যায় ঘটল ভয়াবহ বিস্ফোরণ (Delhi Explosion)। মুহূর্তের মধ্যে কেঁপে উঠল গোটা এলাকা, ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে বিভীষিকার ছবি— রাস্তার ওপর ছড়িয়ে পড়ে দেহাংশ, চারদিকে রক্তে ভেসে যায় পথ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের দোকান ও গাড়ির কাচ ভেঙে যায়, আগুন ধরে যায় দু’টি গাড়িতে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

দিল্লি বিস্ফোরণকাণ্ডে (Delhi Explosion) মোদি-শাহ ফোনে কথা

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দিল্লি পুলিশ, দমকল বাহিনী এবং এনএসজি টিম। সাতটি দমকল ইঞ্জিন এবং একাধিক অ্যাম্বুল্যান্স পাঠানো হয় উদ্ধারকাজে। আগুন নিয়ন্ত্রণে আনার পর এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। গোটা ঘটনাস্থল সিল করে দিয়ে ফরেনসিক দল নমুনা সংগ্রহ শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান, বিস্ফোরণটি (Delhi Explosion) অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক দিয়ে ঘটানো হয়েছে, তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণে নতুন প্যাটার্ন? মিলছে এমন কিছু তথ্য… জানলে চমকে উঠবেন

বিস্ফোরণের (Delhi Explosion) খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেন। সূত্রের খবর, তিনি দিল্লি পুলিশ কমিশনারের কাছ থেকে প্রাথমিক রিপোর্ট নিয়েছেন এবং গোয়েন্দা ব্যুরোর প্রধান, এনএসজি, এনআইএ ও ফরেনসিক বিশেষজ্ঞদের সঙ্গেও বিস্তারিত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং জরুরি বৈঠক ডাকতে পারেন বলে জানা গেছে।

এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই মর্মান্তিক ঘটনার প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি নিজের এক্স (X) হ্যান্ডেলে লিখেছেন, “নয়াদিল্লিতে মর্মান্তিক বিস্ফোরণের (Delhi Explosion) খবর শুনে গভীরভাবে মর্মাহত। যে সকল পরিবার নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য ও শক্তি কামনা করছি।”

তদন্তে ইতিমধ্যেই উঠে আসছে বিস্ফোরণের (Delhi Explosion) সঙ্গে সাম্প্রতিক ফরিদাবাদ অভিযানের যোগসূত্র। সোমবার সকালেই হরিয়ানার ফরিদাবাদে জম্মু-কাশ্মীর পুলিশের একটি যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। সেই ঘটনার সূত্র ধরেই উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে গ্রেফতার করা হয়েছিল কাশ্মীরি চিকিৎসক ডা. আদিল আহমেদ রাঠেরকে। পুলিশের সন্দেহ, এই চক্রের সঙ্গেই লালকেল্লা বিস্ফোরণের সম্পর্ক থাকতে পারে। ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া ২,৯০০ কেজি বিস্ফোরক এবং দিল্লির এই বিস্ফোরণের সময় ও ধরণ মিলিয়ে দেখছে তদন্তকারীরা।

PM speaks to Amit Shah over Delhi Explosion.

আরও পড়ুন:ভয়ঙ্কর বিষ্ফোরণে তোলপাড় দিল্লি, কলকাতায় জারি হাই অ্যালার্ট! বড় পদক্ষেপ লালবাজারের

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে হঠাৎই জোড়া গাড়িতে বিস্ফোরণের (Delhi Explosion) শব্দ শোনা যায়, তারপরই দেখা যায় ধোঁয়ার মেঘ আর আগুনের লেলিহান শিখা। কেউ কেউ বলেন, রাস্তার উপর পড়ে ছিল ছিন্নভিন্ন মানবদেহ। এক প্রত্যক্ষদর্শীর কথায়, “আমি যখন মেট্রো থেকে বেরোচ্ছি, তখন হঠাৎ বিস্ফোরণের শব্দে কান ঝাঁঝরা হয়ে গেল। চোখের সামনে কাচ ভাঙতে দেখি, চারদিকে রক্ত আর চিৎকার।”

দিল্লির এই ভয়াবহ বিস্ফোরণ (Delhi Explosion) ঘিরে ইতিমধ্যেই গোটা প্রশাসন ও গোয়েন্দা সংস্থা তৎপর। কেন্দ্র ও রাজ্য মিলিতভাবে তদন্ত শুরু করেছে এনআইএ। দেশের রাজধানীতে এমন ঘটনার পর নতুন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে মেট্রো স্টেশন, বিমানবন্দর ও সরকারি ভবনগুলোতেও। দিল্লি পুলিশ জানিয়েছে, কোনও তথ্য গোপন না রেখে প্রত্যেকটি দিক খতিয়ে দেখা হচ্ছে, কারণ রাজধানীর এই বিস্ফোরণ দেশের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে নাড়া দিয়েছে।