গান থেকে সটান রাজনীতিতে! ভোটে দাঁড়াচ্ছেন ইমন? ২৬-এর আগে জল্পনা বাড়ালেন ‘প্রাক্তন’ শিল্পী

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : অভিনয়ের সঙ্গে রাজনৈতিক জগৎ জুড়ে গিয়েছে আগেই। একাধিক অভিনেতা অভিনেত্রী বর্তমানে বেশ সফল ভাবে কাজ করছেন রাজনৈতিক জগতে। সঙ্গীত জগতের মানুষও এসেছেন রাজনীতিতে। এবার কি ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) পালা? ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তাঁর রাজনীতিতে পদার্পণের গুঞ্জন তুঙ্গে উঠেছে।

 রাজনীতিতে পা দিচ্ছেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty)?

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় দেখা মিলেছিল ইমনের (Iman Chakraborty)। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। তবে কি রাজ্যের শাসক দলের হাত ধরেই রাজনীতিতে প্রবেশ ঘটবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকার? সত্যিই কি এবার সঙ্গীত থেকে রাজনৈতিক জগতে উত্থান ঘটবে ইমনের (Iman Chakraborty)?

Is iman Chakraborty stepping into politics

মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় ইমন: সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে গায়িকা বলেন, স্বামী নীলাঞ্জন এবং কাকুকে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় গিয়েছিলেন তিনি। সেখানে অভূতপূর্ব যত্নআত্তি পেয়ে আপ্লুত ইমন (Iman Chakraborty)। জানালেন, মুখ্যমন্ত্রী নিজে বাড়ির সব ঘর ঘুরিয়ে দেখিয়েছেন। নিজে হাতে খাবার এনে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর থেকে শাড়িও উপহার পেয়েছেন তিনি। তবে তার মানে তো এই নয় যে তাঁকে ভোটে দাঁড়াতে বলবেন মুখ্যমন্ত্রী! মন্তব্য ইমনের (Iman Chakraborty)।

আরও পড়ুন : ভয়ঙ্কর বিষ্ফোরণে তোলপাড় দিল্লি, কলকাতায় জারি হাই অ্যালার্ট! বড় পদক্ষেপ লালবাজারের

কী জানালেন ইমন: গায়িকা স্পষ্টই জানান, এখনও পর্যন্ত কোনও দলের তরফেই তাঁর কাছে প্রস্তাব আসেনি ভোটে লড়ার। আর যদি তেমন প্রস্তাব পান? ইমনের (Iman Chakraborty) উত্তর, তখন ভেবে দেখবেন। তিনি রাজনীতিতে যোগ দিলে নিজেই সবাইকে জানাবেন বলে মন্তব্য করেন ইমন। অর্থাৎ রাজনীতিতে পদার্পণের সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়েও দেননি ইমন।

আরও পড়ুন : তীব্র শ্বাসকষ্ট, ভেন্টিলেটরে ধর্মেন্দ্র! ছড়াল মৃত্যু সংবাদ

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরাবরই বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ইমনের। এর আগেও শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। ‘প্রাক্তন’ এর গায়িকা বলেন, মুখ্যমন্ত্রী তাঁর গানের গুণমুগ্ধ একজন শ্রোতা। তাই বরাবর ‘দিদি’র থেকে ভালোবাসা পেয়ে এসেছেন তিনি। আগামীতে জল্পনা সত্যি করে ইমনের রাজনীতিতে অভিষেক হয় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।