বাংলাহান্ট ডেস্ক : বর্ষীয়ান অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর সম্প্রতি মেয়েদের শাড়ির আঁচল নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন। সেই মন্তব্যের প্রেক্ষিতে বিতর্কের ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়। এই মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের রোষানলের মুখে পড়েন তিনি। অনেকেই প্রশ্ন করেন, মমতা শঙ্করের মতো একজন মানুষের এই ধরনের মন্তব্য কি করা উচিত?
অবশেষে বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী স্বয়ং।একটি সাক্ষাৎকারে এই বিতর্কের সূত্রপাত হয় সম্প্রতি। সেখানে মমতা শঙ্কর বলেন, “আজকাল যেমন হয়েছে যে শাড়ি পরব কিন্তু আমার আঁচলটা ঠিকমতো থাকবে না। আগে আমরা যেরকম বলতাম রাস্তার মেয়ে, ক্ষমা করবেন বলছি বলে। যারা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকে বলতাম, তাঁরা ওরকম ভাবে দাঁড়াত।”
আরোও পড়ুন : এই ওয়েবসাইটেই দেখতে পাবেন রেজাল্ট! জানা গেল, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণ
পাশাপাশি তার আরোও সংযোজন, “যদি গ্রামে কাজ করতে করতে শাড়ি সরে যেত। সেটা কোনও দোষের ছিল না। এরা মানুষকে আকর্ষিত করার জন্য করত, তাঁদেরও আমি শ্রদ্ধা করছি। তাঁরা তাঁদের পেশার জন্য এমনটা করছে। কিন্তু আজকাল যাঁরা বিনা কারণে ওরকমভাবে শাড়ি পরেন, তারপর লোক কিছু বললে রেগে যান, মেয়েদের নিচু করা হচ্ছে!”
আরোও পড়ুন : পাল্টে গেল টিকিট কাটার নিয়ম, এবার থেকে নয়া পদ্ধতি চালু রেলের
এই মন্তব্যের পরই নেটিজেনদের একাংশের কাছে সমালোচিত হন মমতা। ‘প্রধান’ ছবির ১০০ দিনের সেলিব্রেশন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গত সপ্তাহে মমতা শঙ্কর বলেছিলেন, “শাড়ি পরার নানা ধরন নিয়ে আমি কিছু বলিনি। আমি আঁচল নিয়ে কথা বলেছি। আমি সেটা এখনও বলছি, আমি বলে যাব।”
পাশাপাশি বর্ষীয়ান অভিনেত্রীর আরোও সংযোজন, “যাঁরা এটা নিয়ে আমাকে ভুল বুঝছেন তাঁরা প্লিজ একবার মন দিয়ে শুনুন আমি কী কী বলেছি। প্রত্যেকটা কথা কী কী বলেছি, সেইটা যেন শোনেন। সেটা শুনলে আমার মনে হয় না যাঁদেরই একটু বিবেচনা আছে তাঁরা আমাকে ভুল বুঝবেন।”
এরপরই মমতা শঙ্কর বলেন, “আমি কাউকে ছোট করিনি। ল্যাম্পপোস্ট, ওই একটা কথা নিয়েই এসব হয়েছে। যাঁরা ওখানে দাঁড়ান আমি তাঁদেরকে সম্মান করি। কারণ তাঁরা তাঁদের জীবিকার জন্য এটা করছেন। কিন্তু যাঁরা নিজেকে এরকমভাবে দেখান তাঁদের আমি খারাপ বলেছি। মানে আমার ভালো লাগে না বলেছি। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি জানাচ্ছি।”