বাংলা হান্ট ডেস্কঃ পর পর কমার পর এবার ধপ করে বাড়ল সোনার দাম (Gold Price)। মঙ্গলবার আরও দামি হল সোনা। একেই শুরু হয়েছে বিয়ের মরসুম এরই মধ্যে সোনার দাম বাড়ায় চিন্তা বাড়ল সাধারণ মানুষের। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ ১১নভেম্বর ১ গ্রাম সোনা কিনতে কত টাকা দাম পড়বে? জানুন।
আজ কত হল হলুদ ধাতুর দর? Gold Price
আজ ৯ নভেম্বর কলকাতায় সোনার দাম কত কমল? কত করে হল সোনার গ্রাম? (Gold Price) বিয়ের মরসুমের কি আরও সস্তা হবে হলুদ ধাতু? এই সমস্ত বিষয় নিয়েই থাকছে আজকের প্রতিবেদন।
একলাফে বাড়ল সোনার দাম, উর্দ্ধমুখী গ্রাফ
মঙ্গলবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১১৭০০ টাকা। একদিনে অনেকটাই দাম বেড়েছে। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৭০০০ টাকা। গতকালের তুলনায় এদিন প্রতি ১০ গ্রামের দাম ১৮০০ টাকা বৃদ্ধি পেয়েছে। ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১১৭০০০০ টাকা।
স্বাভাবিকভাবেই ২৪ ক্যারাট সোনার দামও এদিন বেড়েছে অনেকটাই। মঙ্গলবার ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১২৩১০ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২৩১০০ টাকা। একদিনে প্রতি ১০ গ্রামে ১৯০০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে খুচরো পাকা সোনার ক্ষেত্রে। সপ্তাহের শুরুতেই অনেকটা দাম বেড়েছে হলুদ ধাতুর।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। বর্তমানে সোনার বাজার উঠছে আর নামছে।
চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে। কমার সম্ভাবনা নেই।

আরও পড়ুন: শীতের রান্নায় আনুন নতুন স্বাদ, ঘরোয়া মশলায় তৈরি করুন টেস্টি আর সুগন্ধি ফুলকপির ডালনা
এদিন দাম বেড়েছে রুপোরও। রুপোলি ধাতুর দাম অনেকটাই বেড়েছে মঙ্গলে। এদিন ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৫২৭০ টাকা। আর এদিন ১ কেজি রুপোর দাম কমে হয়েছে এক লক্ষ ৫২ হাজার ৭০০ টাকা। দাম বেড়েছে ৪০০০ টাকা। উল্লেখ্য, দিন দিন রুপোর চাহিদা বাড়ছে। সোনার পাশাপাশি রুপোর গহনার জনপ্রিয়তা এখন তুঙ্গে।












