উঠেছিল পার্থ, অভিষেক প্রসঙ্গ! হাইকোর্টে ৩২০০০ চাকরি বাতিল মামলার শুনানি নিয়ে বড় খবর

Published on:

Published on:

calcutta high court(63)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ গত শুনানিতে হাইকোর্টের (Calcutta High Court) পঞ্চবাণের মুখে পড়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ ফের প্রাথমিক (TET Scam) ৩২০০০ চাকরি বাতিল মামলার শুনানি। আজ বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে দুপুর দুটো থেকে এই মামলায় শুনানি। যার উপর রাজ্যের হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করছে।

কি আছে ৩২০০০ শিক্ষকের ভাগ্যে? Calcutta High Court

এর আগে গত সপ্তাহে ৩২০০০ মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঁচ প্রশ্নবাণে রীতিমতো বিদ্ধ হয় পর্ষদ। একক বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশে ভুল কোথায়? এই প্রশ্ন তোলে দুই ডিভিশন বেঞ্চ। মামলাকারী পক্ষের আইনজীবীরা কিভাবে এই নিয়োগ দুর্নীতি কীভাবে হয়েছে, সেই নিয়ে আদালতে একাধিক দাবি করেন৷

সেই সময়ই তাদের কথায় উঠে আসে পার্থ, অভিষেক প্রসঙ্গ। এই দুর্নীতিতে তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগসাজশ ছিল বলেও জোরালো দাবি করেন তারা।

মামলার শুনানিতে মামলাকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিম, সুদীপ্ত দাশগুপ্তরা। এদিকে গত শুনানিতে বিচারপতিদের রাখা পাঁচটি প্রশ্নের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ মাত্র একটির উত্তর দিতে পেরেছিল। আজ পর্ষদের আইনজীবী বাকি প্রশ্নগুলির কি উত্তর দেন সেই দিকে নজর থাকবে সকলের।

Calcutta High Court

আরও পড়ুন: মমতার প্রতিশ্রুতি মতো ঢোকেনি ১ লক্ষ ১০ হাজার! দুর্গাপুজোর একমাস পরেও অনুদান থেকে ‘ব্রাত্য’ রাজ্যের ৮ ক্লাব

পর্ষদের যুক্তির পর পাল্টা ক্ষতিগ্রস্ত শিক্ষক বা এফেক্টেড পার্টিদের আইনজীবীরা নিজেদের বক্তব্য রাখবেন। উল্লেখ্য, গত শুনানিতে উঠে এসেছিল এস বাসু রায় কোম্পানির প্রসঙ্গ। আদালতের প্রশ্ন ছিল, এই কোম্পানি কি শুধুই টেট ২০১৪ পরিচালনা করেছে? নাকি নিয়োগ প্রক্রিয়াতেও এদের ভূমিকা ছিল? ডিপিএসসিগুলি থেকে কেন্দ্রীয়ভাবে বোর্ড চেয়ারম্যানের হাতে ক্ষমতা হস্তান্তরের সংশোধনী সম্পূর্ণ পদ্ধতি মেনে হয়েছে কি না সেই প্রশ্ন তোলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি রাজ্যের অনুমোদন নিয়ে কি সেই সংশোধনী করা হয়েছিল এই প্রশ্নও তোলা হয়। এদিন সব প্রশ্নের জবাব দেবে পর্ষদ।