বাংলা হান্ট ডেস্ক: শীতকাল পড়তে দেরি নেই সঙ্গে সঙ্গে ত্বকের উজ্জ্বলতা এক নিমিষে হারিয়ে যায়। আর এই অভিযোগ বহু মানুষই করেন। কিন্তু শীতকালে ক্রিম নাম মেখেও উপায় নেই। না হলে চামড়ায় টান পড়বে। আর এই সব কারণেই চামড়ায় বলিরেখা, চুলকানি, শুষ্ক ত্বকের মতো সমস্যা দেখা যায় দেখা যায় (Skin Care)। আর এইসব সমস্যা এড়াতে হলে ত্বকের ময়েশ্চরাইজার একান্ত প্রয়োজন। তবে এর জন্য আপনাকে বাজার চলতি ক্রিম মাখার প্রয়োজন নেই। বাড়িতে থাকা এই উপাদান গুলি মাখলেই শীতে টকের আর্দ্রতা বজায় থাকবে।
পার্লারে নয়, ঘরোয়া টোটকায় শীতে ত্বক হবে উজ্জ্বল (Skin Care)
শীতকালে যে কোন ক্রিম মাখলে পরে ত্বকের জেল্লা হারিয়ে যায়। আর শীতকালে ক্রিম না মেঘও থাকার উপায় নেই। কারণ চামড়া টান পড়ে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে বাজারের চলতি ক্রিম মাখারার দরকার নেই। এই প্রাকৃতিক উপাদান গুলো মাখলেই শীতে ত্বকের আর্দ্রতা অটুট থাকবে (Skin Care)।

আরও পড়ুন: ঠান্ডার দাপট বেড়েছে রাজ্যে, সকালে কুয়াশায় ঢাকল রাস্তা, আর কতটা নামবে তাপমাত্রা
মালাই: শীতকালে অনেকে শিয়া বাটার দেওয়া ক্রিম ব্যবহার করেন। শিয়া বাটার ত্বকের জন্য ভীষণ উপকারী। কিন্তু হাতের কাছে যদি শিয়া বাটার না থাকে তাহলে ব্যবহার করতে পারেন মালাই। এটি ত্বকের কোলাজেন গঠনে সাহায্য করে। পাশাপাশি ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে।
অ্যালোভেরা জেল: তৈলাক্ত তো কম্বিনেশন ত্বকের জন্য অ্যালোভেরা জেল ভীষণ উপকারী। কিন্তু এলোভেরা জেল মাখার পড়ো অনেক সময় আদ্রতা ধরে রাখতে পারেনা। তাই অ্যালোভেরা জেলের মধ্যে সামান্য নারকেল তেল মিশিয়ে মাখলে পরে ত্বকের জেলা বাড়বে পাশাপাশি ত্বকের আদ্রতা বজায় থাকবে।
নারকেল তেল: ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে নারকেল তেল। এর মধ্যে রয়েছে ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিড। নারকেল তেল যেমন ত্বক নরম রাখে তেমন কমল রাখে। তাই শীতকালে এই তেল ব্যবহার করতে পারেন। এটি ত্বকের আদ্রতা বজায় রাখবে পাশাপাশি ত্বকের জেলা অটুট থাকবে (Skin Care)।












