আর নয় অপেক্ষা! এবার নীল জার্সিতে T20 ডেবিউ করতে চলেছেন বৈভব সূর্যবংশী, সামনে এল দিনক্ষণ

Published on:

Published on:

Vaibhav Suryavanshi is set to make his debut in the blue jersey.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) গত বছর সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে রাজস্থানের বিরুদ্ধে বিহারের হয়ে খেলার মাধ্যমে তাঁর T20 অভিষেক করেন। এরপর তিনি ২০২৫ সালের IPL-এ খেলেন। তবে, এবার তিনি বহু প্রতীক্ষিত টিম ইন্ডিয়ার নীল জার্সিতে তাঁর T20 অভিষেক করবেন। এটাই হবে বৈভব সূর্যবংশীর ভারতীয় দলের হয়ে প্রথম T20 খেলা। মূলত, এবার বৈভবের অভিষেক প্রায় নিশ্চিত রাইজিং স্টারস এশিয়া কাপে।

নীল রঙের জার্সিতে T20 অভিষেক হবে বৈভবের (Vaibhav Suryavanshi):

জানিয়ে রাখি যে, আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলা রাইজিং স্টারস এশিয়া কাপের জন্য নির্বাচিত ইন্ডিয়া A দলে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) নাম রয়েছে। এখন,এই টুর্নামেন্টটি T20 ফরম্যাটে খেলা হবে। যেখানে বৈভব সূর্যবংশীর অভিষেক ঘটতে পারে। এখন প্রশ্ন হল বৈভব সূর্যবংশী ইন্ডিয়া A দলের নীল জার্সিতে তার প্রথম ম্যাচ কখন খেলবেন?

Vaibhav Suryavanshi is set to make his debut in the blue jersey.

কবে খেলতে পারেন বৈভব: উল্লেখ্য যে, টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই নীল জার্সিতে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) T20 অভিষেক ঘটতে পারে। এর অর্থ হল আগামী ১৪ নভেম্বর নীল জার্সিতে তিনি তাঁর প্রথম T20 ম্যাচ খেলতে পারেন। এই ম্যাচটি সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে রয়েছে। বৈভব সূর্যবংশী এর আগে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে নীল জার্সিতে ODI খেলেছেন। কিন্তু কখনও T20 ম্যাচ খেলেননি।

আরও পড়ুন: দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া! গম্ভীর-ধাওয়ান দিলেন বিশেষ বার্তা

বৈভব সূর্যবংশীর T20 পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, নীল জার্সি পরার আগে, বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) মোট ৮ টি T20 ম্যাচ খেলেছেন। ওই ৮ টি T20 ম্যাচে তিনি ২০৭.০৩ স্ট্রাইক রেট সহ ২৬৫ রান করেছেন। যার মধ্যে ১টি সেঞ্চুরি এবং ১ টি হাফ-সেঞ্চুরি রয়েছে।

আরও পড়ুন: ১৬ বছরের কমবয়সীদের জন্য নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া! বড় সিদ্ধান্ত নিল এই দেশের সরকার

বিহারের হয়ে T20 অভিষেকে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ১৩ রান করেছিলেন। এদিকে, IPL-এ অভিষেকের সময়ে তিনি ২০ বলে ৩৪ রান করেন। এখন দেখার বিষয় হল নীল রঙের জার্সিতে T20 অভিষেকে তিনি কতটা বড় স্কোর করতে পারেন।