বাংলা হান্ট ডেস্ক: সাতদিন আগে ঠান্ডার লেশ মাত্র ছিল না। ক্রমশ তাপমাত্রা নামছে এবার। সোমবারের পর মঙ্গলবার ফের তাপমাত্রা কমল দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। ইতিমধ্যেই ১৮ ডিগ্রির ঘরে নেমেছে কলকাতার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যজুড়ে আরও বাড়বে ঠান্ডার কোপ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আপাতত গোটা রাজ্যেই স্বাভাবিকের নিচে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে, আগামী চার-পাঁচ দিনে তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। এদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির ঘরে নেমে গিয়েছে। ভোরের দিকে হালকা কুয়াশার প্রভাব বেশি দেখা যাচ্ছে মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।

পশ্চিমী হাওয়ার দাপটে শীতের আমেজ বজায় থাকবে সপ্তাহভর। তবে পুরোপুরি শীত আসতে এখনও দেরি আছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তাপমাত্রা কমলেও পাকাপাকিভাবে শীত পড়তে পড়তে ডিসেম্বর হয়ে যাবে বলে অনুমান হাওয়া অফিসের।
সোমবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯. ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই-ই স্বাভাবিকের নিচে। কলকাতাতেও চলতি সপ্তাহে তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন: পরিকল্পিত নাশকতা? অপারেশন সিঁদুরের বদলা নিতেই দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়েছে হাফিজ সইদ? চলছে তদন্ত
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গেও আপাতত কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশার পরিমাণ বাড়বে।উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে কুয়াশার পরিমাণ বেড়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচদিন সর্বনিম্ন তাপমাত্রায় সেরম হেরফের হবে না। শুষ্ক আবহাওয়া থাকবে চলতি সপ্তাহে।












