দিল্লিতে বিস্ফোরণের পরেই পাকিস্তানে বড় ঝটকা! কয়েক ঘণ্টায় ৩২,০০০ কোটির ক্ষতি

Published on:

Published on:

Big shock in Pakistan after Delhi blast.
Follow

বাংলা হান্ট ডেস্ক: গত সোমবার দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। যার ফলে সমগ্র দেশ জুড়েই কড়া সতর্কতা জারি রয়েছে। ঠিক এই আবহেই পাকিস্তান থেকে একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, দিল্লিতে বিস্ফোরণের পরের দিনই পাকিস্তানের (Pakistan) স্টক এক্সচেঞ্জে বিরাট পতন ঘটেছে। এমনিতেই, গত ৪ সপ্তাহ ধরে করাচি স্টক এক্সচেঞ্জ অস্থির হয়ে রয়েছে। তবে, এবার করাচি স্টক এক্সচেঞ্জ প্রায় ১ মাসের মধ্যে সবচেয়ে বড় পতন দেখেছে।

পাকিস্তানের (Pakistan) বিনিয়োগকারীদের মাথায় হাত:

জানা গিয়েছে, পাকিস্তানের (Pakistan) সবচেয়ে গুরুত্বপূর্ণ শেয়ার বাজারে ১.৫ শতাংশেরও বেশি পতন দেখা গেছে। এটি নভেম্বরে করাচি স্টক এক্সচেঞ্জের সবচেয়ে বড় পতন। এদিকে, টানা ৪ দিন ধরে এই পতন অব্যাহত রয়েছে। টানা ২ দিনের উত্থানের পর পাকিস্তানের শেয়ার বাজারে লাগাতার পতন দেখা দিয়েছে। এই পতনের কারণে, পাকিস্তানি বিনিয়োগকারীদের এবং শেয়ার বাজারের ভ্যালুয়েশনে প্রায় ৩২,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

Big shock in Pakistan after Delhi blast.

উল্লেখ্য যে, মঙ্গলবার করাচি স্টক এক্সচেঞ্জে (Pakistan) উল্লেখযোগ্য পতন দেখা গেছে। তথ্য অনুসারে, ট্রেডিং সেশনের সময় করাচি স্টক এক্সচেঞ্জ ১.৬১ শতাংশ বা ২,৬১০.০৩ পয়েন্ট হ্রাস পায়। পরবর্তীতে এক্সচেঞ্জটি দিনের সর্বনিম্ন স্তরে ১,৫৮,৯২৮.৩৮ পয়েন্টে নেমে আসে। এটি ছিল গত ১৩ অক্টোবর, ২০২৫-এর পর করাচি স্টক এক্সচেঞ্জের সবচেয়ে বড় পতন।

আরও পড়ুন: আর নয় অপেক্ষা! এবার নীল জার্সিতে T20 ডেবিউ করতে চলেছেন বৈভব সূর্যবংশী, সামনে এল দিনক্ষণ

গত ১৩ অক্টোবর এটি ২.৮৫ শতাংশ কমে ১,৫৮,৪৪৩.৪২ পয়েন্টে বন্ধ হয়ে যায়। মঙ্গলবার এক্সচেঞ্জটি (Pakistan) সামান্য পতনের সঙ্গে ১,৬১,৪৬৮.১৩ পয়েন্টে খোলে। সেশন চলাকালীন, এক্সচেঞ্জ দিনের সর্বনিম্ন ১৫৮,৯২৮.৩৮ পয়েন্টে পৌঁছে যায়। বিকেল ৩ টে বেজে ৭ মিনিটে, করাচি স্টক এক্সচেঞ্জ ২,০৩৪.৭১ পয়েন্ট পতনের সঙ্গে ১৫৯,৫০৩.৭০ পয়েন্টে লেনদেন করে।

আরও পড়ুন: দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া! গম্ভীর-ধাওয়ান দিলেন বিশেষ বার্তা

প্রায় ৩২,০০০ কোটির ক্ষতি: এদিকে, এই পতনের ফলে এক্সচেঞ্জের ভ্যালুয়েশনে এবং পাকিস্তানের (Pakistan) বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। পরিসংখ্যানের কথা বলতে গেলে, একদিন আগে করাচি স্টক এক্সচেঞ্জের ভ্যালুয়েশন ৭০.১৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল। যা মঙ্গলবার কমে ৬৯.০২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর অর্থ হল বিনিয়োগকারীরা ১ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। পাকিস্তানি রুপিতে হিসাব করলে, এই সংখ্যাটি প্রায় ৩২,০০০ কোটি টাকা। যেটি নিঃসন্দেহে একটি বড় ধাক্কা হিসাবে বিবেচিত হচ্ছে। এদিকে, বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে পাকিস্তানের শেয়ার বাজারে আরও পতন দেখা যেতে পারে।