বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের অন্যতম বৃহৎ ব্যবসায়িক সংগঠন আদানি গ্রুপ (Adani Group) এবার জ্বালানি সেক্টরে আরও একটি বড় পদক্ষেপ গ্রহণ করছে। মূলত, কোম্পানিটি গুজরাটের খাভদায় ১,১২৬ MW/ ৩,৫৩০ MWh ক্ষমতাসম্পন্ন একটি বিশাল ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের (BESS) প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পটি ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এটিকে ভারতের বৃহত্তম সিঙ্গেল লোকেশন এনার্জি স্টোরেজ প্রোজেক্ট হিসেবে বিবেচিত হচ্ছে।
বড় পদক্ষেপ আদানি গ্রুপের (Adani Group):
ভারতের বৃহত্তম এনার্জি স্টোরেজ প্রোজেক্ট: এই মেগা প্রকল্পটি (Adani Group) গুজরাটের খাভদায় নির্মিত হচ্ছে। যেটি ইতিমধ্যেই বিশ্বের বৃহত্তম পুনর্নবীকরণযোগ্য জ্বালানি কেন্দ্রগুলির মধ্যে অন্যতম একটি। প্রকল্পটিতে দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ সঞ্চয়ের জন্য ৭০০ টিরও বেশি ব্যাটারি কন্টেইনার স্থাপন করা হবে। এটি কার্যকর হলে, প্রকল্পটি ৩,৫৩০ MWh পর্যন্ত বিদ্যুৎ সঞ্চয় করতে সক্ষম হবে। যা প্রায় ৩ ঘন্টা পর্যন্ত ১,১২৬ MW বিদ্যুৎ সরবরাহ করতে পারে।

আদানি গ্রুপ জ্বালানি সেক্টরে নিজেদের বিস্তৃত করছে: আদানি গ্রুপ (Adani Group) ইতিমধ্যেই গ্রিন এনার্জি, সৌর প্যানেল এবং উইন্ড ইকুইপমেন্ট তৈরি করছে। আদানি গ্রিন এনার্জি ভারতের বৃহত্তম গ্রিন এনার্জি ডেভেলপার কোম্পানি। আদানি এন্টারপ্রাইজেসের অধীনে আদানি নিউ এনার্জি সৌর ও বায়ু বিদ্যুৎ সরঞ্জাম তৈরি করে। এই নতুন পদক্ষেপটি কোম্পানিটিকে এনার্জি স্টোরেজ সেক্টরে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবেও স্থান দিতে পারে।
আরও পড়ুন: দিল্লিতে বিস্ফোরণের পরেই পাকিস্তানে বড় ঝটকা! কয়েক ঘণ্টায় ৩২,০০০ কোটির ক্ষতি
কী জানিয়েছেন আদানি: উল্লেখ্য যে, আদানি গ্রুপের (Adani Group) চেয়ারম্যান গৌতম আদানী এই প্রসঙ্গে জানান, “এনার্জি স্টোরেজ ভবিষ্যতের গ্রিন এনার্জির ভিত্তি। এই প্রকল্পটি ভারতকে আত্মনির্ভর করবে এবং এবং টেকসই শক্তির পথে আরও এগিয়ে নিয়ে যাবে। আমাদের লক্ষ্য হল দেশকে ক্লিন, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের শক্তি সরবরাহ করা।”
আরও পড়ুন: আর নয় অপেক্ষা! এবার নীল জার্সিতে T20 ডেবিউ করতে চলেছেন বৈভব সূর্যবংশী, সামনে এল দিনক্ষণ
বিশ্বব্যাপী প্রযুক্তির সঙ্গে সংযোগ স্থাপন: জানিয়ে রাখি যে, আদানি গ্রুপের (Adani Group) এই ঘোষণাটি সম্প্রতি চিনা লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রস্তুতকারী কোম্পানি CATL (কন্টেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোং লিমিটেড) পরিদর্শনের পর সামনে এসেছে। CATL-এর “TENER” এনার্জি স্টোরেজ কন্টেনার বিশ্বের সবচেয়ে উন্নত ব্যাটারি প্রযুক্তিগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচনা করা হয়।












