৪৪৩ শতাংশ বাড়ল প্রফিট! ১০ টাকারও কম দামের এই স্টক কিনতে হুড়োহুড়ি শেয়ার বাজারে

Published on:

Published on:

There is a rush in the share market to buy this stock.
Follow

বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার দালাল স্ট্রিটে শক্তিশালী পুনরুদ্ধারের প্রতিফলন বেশ কয়েকটি পেনি স্টকেও পরিলক্ষিত হয়েছে। প্রো ফিন ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড তাদের মধ্যে অন্যতম একটি। এই সংস্থার স্টকে (Share Market) প্রায় ২.৫ শতাংশের বৃদ্ধি ঘটে। বর্তমানে এই স্টকের দাম বেড়ে হয়েছে ৯.৯৪ টাকা গত ২ মাসের মধ্যে এটি হল কোম্পানির সবচেয়ে বড় ইন্ট্রা-ডে লাভ। সেপ্টেম্বর ত্রৈমাসিকের শক্তিশালী আর্থিক ফলাফল প্রকাশের পর থেকে কোম্পানিটি বিনিয়োগকারীদের নজরে রয়েছে।

শেয়ার বাজারে (Share Market) ঝড় তুলেছে এই পেনি স্টক:

সেপ্টেম্বর ত্রৈমাসিকের ফলাফল: জানিয়ে রাখি যে, প্রো ফিন ক্যাপিটাল এই ত্রৈমাসিকে ১৩.৩৭ কোটি টাকার নিট মুনাফা অর্জন করেছে। যা গত বছরের একই সময়ে ছিল মাত্র ২.৪৬ কোটি টাকা। এটি বছরের বার্ষিক মুনাফায় ৪৪৩ শতাংশ বৃদ্ধি দেখায় কোম্পানির মোট আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে ৪৪.৬২ কোটি টাকা হয়েছে। যা গত বছরের একই সময়ে ছিল ৬.৯৭ কোটি টাকা ছিল। এটি আয়ের ক্ষেত্রে ৫৪০ শতাংশ বৃদ্ধি প্রদর্শন করে। ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথমার্ধে কোম্পানির পারফরম্যান্স (Share Market) আরও শক্তিশালী ছিল।

There is a rush in the share market to buy this stock.

ওই সময়ের মধ্যে, প্রো ফিন ক্যাপিটাল ১৫.৯১ কোটি টাকার নিট মুনাফা অর্জন করছে। যা গত বছরের একই সময়ের ৩.৭৮ কোটির তুলনায় ৩২০ শতাংশ বেশি। এদিকে, মোট আয় ছিল ৫৫.১৪ কোটি টাকা। যা বার্ষিক ২৪৯ শতাংশ বৃদ্ধিকে প্রদর্শন করে। আগের অর্থবর্ষে কোম্পানির মোট আয় ছিল ৩১.৯৬ কোটি টাকা এবং নিট মুনাফা ছিল ২.৯২ কোটি টাকা।

আরও পড়ুন: ফের বাজিমাত করতে প্রস্তুত আদানি গ্রুপ! এবার এই সেক্টরে তৈরি হবে আলোড়ন

কোম্পানিটি বোনাস শেয়ারও দিচ্ছে: ইতিমধ্যেই কোম্পানির বোর্ড গত ১০ অক্টোবর, ২০২৫ তারিখে সম্পন্ন হওয়া তাদের সভায় ১:১ বোনাস ইস্যু অনুমোদন করেছে। এর অধীনে, শেয়ারহোল্ডাররা প্রতি ১ টি শেয়ারের (Share Market) জন্য ১ টাকা ফেস ভ্যালুর অতিরিক্ত ১ টি সম্পূর্ণ পরিশোধিত ইক্যুইটি শেয়ার পাবেন।

আরও পড়ুন: দিল্লিতে বিস্ফোরণের পরেই পাকিস্তানে বড় ঝটকা! কয়েক ঘণ্টায় ৩২,০০০ কোটির ক্ষতি

কোম্পানির ব্যবসা: জানিয়ে রাখি যে, প্রো ফিন ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড একটি রেজিস্টার্ড নন ফাইন্যান্সিয়াল আর্থিক সংস্থা (NBFC)। যেটি বিস্তৃত পরিসরে আর্থিক এবং পুঁজিবাজার সম্পর্কিত পরিষেবা প্রদান করে। কোম্পানিটি ইক্যুইটি থেকে শুরু করে ফিউচার, অপশন, মুদ্রা এবং কমোডিটি ট্রেডিংয়ে সক্রিয়। এটি ডিপোজিটরি পরিষেবা এবং স্বল্পমেয়াদী ঋণ এবং অ্যাডভান্সের মতো আর্থিক পরিষেবাও প্রদান করে। কোম্পানির উদ্দেশ্য বিনিয়োগকারী এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে বিনিয়োগ এবং ঋণ প্রদানের সমাধানে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার প্রদান করা। যাতে আর্থিক অন্তর্ভুক্তি এবং পুঁজিবাজারে অংশগ্রহণ বৃদ্ধি পায়।