বাংলা হান্ট ডেস্ক: জাতীয় সড়কে যানবাহণ চলাচলের ক্ষেত্রে দিতে হয় টোল ট্যাক্স (Toll Tax)। এদিকে, পূর্বেই এই টোল ট্যাক্সে কিছুটা বৃদ্ধি ঘটেছিল। পাশাপাশি, গত ১ এপ্রিল থেকেই এই বর্ধিত টোল ট্যাক্স লাগু হওয়ার কথা থাকলেও এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত বর্ধিত টোল ট্যাক্স প্রদান করতে হবে না।
মূলত, এই নতুন নির্দেশিকা ভারতের নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে। এমতাবস্থায়, এই নির্দেশিকার মাধ্যমে জাতীয় সড়কের ক্ষেত্রে বর্ধিত টোল ট্যাক্সের বিষয়টি আপাতত স্থগিত হয়ে গেল। এদিকে মনে করা হচ্ছে যে, আগামী জুন মাসে লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত না হওয়া পর্যন্ত বর্ধিত হারে টোল ট্যাক্স প্রদান করতে হবে না। যার ফলে কিছুদিনের জন্য হলেও স্বস্তি পাবেন সাধারণ মানুষ।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে আগের হারেই টোল ট্যাক্স দিতে হয়। তবে, জানা গিয়েছিল যে, টোল ট্যাক্সের হার ৫ শতাংশ হারে বাড়তে পারে। যদিও এখনই এই বর্ধিত হার লাগু হচ্ছে না। পাশাপাশি, নির্বাচন কমিশনের তরফে এই বিষয়টি ন্যাশানাল হাইওয়ে অথোরিটিকেও জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, টোল ট্যাক্স বৃদ্ধি পেলে তা প্রত্যক্ষভাবে প্রভাবিত করে গাড়ি চালক থেকে শুরু করে গাড়ির মালিকদের।
আরও পড়ুন: ভারতে ১২,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে PepsiCo! কোন রাজ্যে তৈরি হবে প্ল্যান্ট?
এদিকে, নিয়ম মেনে বৃদ্ধি করা হয় টোল ট্যাক্সের। তবে, এখনই সেটি লাগু না হওয়ায় স্বস্তি মিলেছে আমজনতার। প্রসঙ্গত উল্লেখ্য যে, মূলত মুদ্রাস্ফীতির ওপর নির্ভর করেই টোল ট্যাক্স বৃদ্ধি করা হয়। এমতাবস্থায়, টোল প্লাজার মাধ্যমে বিভিন্ন গাড়ি থেকে এই টোল ট্যাক্স আদায় করা হয়ে থাকে।
আরও পড়ুন: এই তাপমাত্রায় চালান AC, কমবে কারেন্টের বিল, ঘর হবে হিমালয়ের মতো ঠান্ডা
NHAI অর্থাৎ ন্যাশানাল হাইওয়ে নেটওয়ার্কের অধীনে দেশজুড়ে প্রায় ৮৫৫ টি টোল প্লাজা রয়েছে। যেগুলিতে নিয়মিতভাবে কাটা হয় টোল ট্যাক্স। তবে, লোকসভা নির্বাচনের আবহে নতুন করে এই ট্যাক্স বৃদ্ধি এখনই ঘটছে না।