ফের ফলপ্রকাশের কাউন্টডাউন শুরু! এবার নবম-দশমের ফল প্রকাশের দিন জানাল SSC

Published on:

Published on:

SSC Result to be Declared Soon for Class 9-10 Recruitment
Follow

বাংলা হান্ট ডেস্কঃ গত শুক্রবার প্রকাশিত হয়েছে SSC-র প্রথম পর্যায়ের (একাদশ-দ্বাদশ শ্রেনীর) ফলাফল। তবে ফল প্রকাশিত হওয়ার পর ওয়েবসাইটে জটিলতার কারণে চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। কারণ রাত কেটে সকাল হয়ে গেলেও তারা ফলাফল দেখতে পারেননি। এই জটিলতা মিটতে না মিটতেই SSC-র দ্বিতীয় পর্যায়ের অর্থাৎ নবম-দশম শ্রেণীর ফলাফল প্রকাশের কথা ঘোষণা করল শিক্ষা দপ্তর।

কবে নবম-দশম শ্রেণীর ফল প্রকাশ (SSC Result) SSC-র?

SSC সূত্রে খবর, নভেম্বরের মাঝামাঝি সময়েই প্রকাশিত হতে চলেছে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল (SSC Result)। শিক্ষা দপ্তর সূত্রে খবর, আগামী শনিবারই অর্থাৎ ১৫ নভেম্বর প্রকাশ পেতে পারে SSC নবম-দশম ফলাফল। এই পর্যায়ে মোট ২৩,২১২টি শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন প্রার্থী। মোট ১১টি বিষয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই ফলাফলে প্রকাশ হতে চলেছে এইবার।

একাদশ-দ্বাদশের নথি যাচাই শুরু

অন্যদিকে, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের নথি যাচাইকরণ শুরু হচ্ছে ১৭ নভেম্বর থেকে। স্কুল সার্ভিস কমিশন (SSC) সূত্রে জানা গিয়েছে, ইন্টারভিউ ও ভেরিফিকেশনের তালিকা প্রকাশের আগে নতুন করে শূন্যপদের আপডেট তালিকা (Updated Vacancy List) প্রকাশ করতে হবে কমিশনকে।

শিক্ষা দপ্তর জানিয়েছে, আপডেট ভ্যাকান্সি প্রস্তুতির কাজ প্রায় শেষ। মঙ্গলবার বা বুধবারের মধ্যে তা কমিশনের হাতে পৌঁছে যাবে। ফলে আশা করা হচ্ছে, ১৩ নভেম্বরের মধ্যে এই তালিকা প্রকাশ হতে পারে। কারণ, নথি যাচাইয়ের তারিখ যদি ১৭ নভেম্বর হয়, তবে অন্তত চার দিন আগে প্রার্থীদের জানানো জরুরি। যেহেতু অনেক প্রার্থীকে দূর-দূরান্ত থেকে আসতে হবে, তাই সময়ের আগেই তাদের প্রস্তুতির সুযোগ দিতে হবে।

উল্লেখ্য, গত শুক্রবারই একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে (SSC Result)। কিন্তু সেই ফল নিয়ে অসন্তোষ রয়েছে বহু প্রার্থীর মধ্যে। তাঁদের অভিযোগ, অনেক যোগ্য প্রার্থী আশানুরূপ নম্বর পাননি। এখন তাঁদের একমাত্র ভরসা ইন্টারভিউয়ের ডাক পাওয়া। তবে তার জন্যই অপেক্ষা তালিকা প্রকাশের। ফলে ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

SSC Result to be Declared Soon for Class 9-10 Recruitment

আরও পড়ুনঃ উঠেছিল পার্থ, অভিষেক প্রসঙ্গ! হাইকোর্টে ৩২০০০ চাকরি বাতিল মামলার শুনানি নিয়ে বড় খবর

কীভাবে তৈরি হবে তালিকা?

SSC সূত্রে খবর, মোট ৮০ নম্বরের ভিত্তিতে তৈরি হবে ইন্টারভিউয়ের তালিকা। তার মধ্যে ৬০ নম্বর থাকবে লিখিত পরীক্ষার জন্য, ১০ নম্বর অভিজ্ঞতার ভিত্তিতে, এবং ১০ নম্বর শিক্ষাগত যোগ্যতার উপর। এই তিনের যোগফলেই তৈরি হবে চূড়ান্ত মেধা তালিকা। ফলে নবম-দশম শ্রেণির ফল প্রকাশ (SSC Result) থেকে শুরু করে নতুন ভ্যাকান্সি লিস্ট, সব কিছুই এখন সময়ের অপেক্ষা। আগামী কয়েক দিনের মধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করবে স্কুল সার্ভিস কমিশন, এমনটাই খবর দপ্তর সূত্রে।