সোনার দামে বড় পতন, রুপোর দামে সামান্য হেরফের — জানুন আজকের দর

Published on:

Published on:

Gold Price have dropped know todays latest rate
Follow

সোনার দামে (Gold Price) ফের মিলল স্বস্তি। গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল হলদে ধাতুর দাম। কয়েক দিন আগে আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। বর্তমানে সোনার (Gold) দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। শুধুমাত্র, গয়না হিসেবে পড়ার জন্য মানুষ সোনা কেনে এমন ধারণা ভুল। বহু মানুষ ভবিষ্যতে সঞ্চয়ের কথা মাথায় রেখে সোনা কিনে রাখেন। এমনকি এই সোনা ভবিষ্যতের যেকোনো আপৎকালীন অর্থনৈতিক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য মনের জোরও জোগায়।

দাম কমল সোনার, জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)

ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহে জুন মাসের মাঝামাঝি সময়ে সোনার দাম অনেকটাই বেশি ছিল। কিন্তু, ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা স্থগিত হয়েছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা স্থগিত হওয়ার ফলেই সোনার দাম (Gold Price) কমছে বলে মনে করছে জনসাধারণ।

Gold Price have dropped know todays latest rate

বুধবার ২২ ক্যারেট ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) পড়ছে ১১৮৭০টাকা (+১৭০)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম পড়ছে ১১৮৭০০ টাকা (+১৭০০)। পাশাপাশি আজ ২৪ ক্যারেট ১ গ্ৰাম খুচরো পাকা সোনার দাম ১২৪৯০ (+১৮০) টাকা। ২৪ ক্যারেট ১ গ্ৰাম খুচরো পাকা সোনার দাম ১২৪৯০০ (+১৮০০) টাকা। ২৪ ক্যারেট পাকা সোনার বাটের ১ গ্ৰামের দাম ১২৪২৫ টাকা (+১৭৫) ও ১০ গ্ৰাম পাকা সোনার বাটের দাম যথাক্রমে ১২৪২৫০ (+১৭৫০) টাকা।

এছাড়াও, আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৫৪৯৫ (+২২৫) টাকা ও ১ কেজি রুপোর বাটের দাম ১৫৪৯৫০ (+২২৫০) টাকা। বুধবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর দাম (Silver Price) ১৫৪৮৫(+২২৫) টাকা ও ১ কেজির দাম ১৫৪৮৫০ (+২২৫০) টাকা।

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না (Gold Price)।