বাংলা হান্ট ডেস্কঃ বেতন বৈষম্য ও পরিষেবা সুবিধা নিয়ে ফের সরব হলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) প্রকল্পের ষষ্ঠ এবং সপ্তম ধাপের শিক্ষকেরা (ICT Teachers)। সোমবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে তাঁরা দাবি তোলেন প্রথম থেকে পঞ্চম ধাপের শিক্ষকদের মতো তাঁরাও সমান দায়িত্ব পালন করছেন, অথচ বেতন এবং অন্যান্য সরকারি সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন।
কী কী অভিযোগ নিয়ে সরব শিক্ষকেরা (ICT Teachers)?
শিক্ষকদের (ICT Teachers) অভিযোগ, প্রকল্পের প্রাথমিক ধাপগুলির শিক্ষকরা ইতিমধ্যেই নিয়মিত সরকারি বেতন কাঠামোর অধীনে এসেছেন। কিন্তু একই কাজ করেও ষষ্ঠ ও সপ্তম ধাপের শিক্ষকেরা এখনও উল্লেখযোগ্যভাবে কম বেতন পান। সেই সঙ্গে তাঁরা বঞ্চিত হচ্ছেন ক্যাজুয়াল লিভ, মেডিক্যাল লিভ, বোনাস এবং অবসরকালীন সুবিধার মতো মৌলিক অধিকার থেকেও।
অভিষেকের আশ্বাসে ভরসা, তবু মিলছে না সমাধান
শিক্ষকেরা (ICT Teachers) জানান, তাঁদের সমস্যা নিয়ে তাঁরা এর আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। অভিষেক আশ্বাস দিয়েছিলেন সমস্যার দ্রুত সমাধানের। কিন্তু সময় পেরিয়েও কোনও স্থায়ী সমাধান আসেনি বলে দাবি শিক্ষকদের। তাঁদের বক্তব্য, প্রথম থেকে পঞ্চম ধাপের শিক্ষকদের মতোই তাঁরা রাজ্যের স্কুলগুলিতে তথ্য ও প্রযুক্তি শিক্ষার দায়িত্ব পালন করছেন। তবু প্রশাসনিক উদাসীনতার কারণে তাঁরা সমান মর্যাদা এবং সুবিধা পাচ্ছেন না।

আরও পড়ুনঃ সরকারি প্রকল্পে স্বচ্ছতা আনতে ‘জিয়ো ট্যাগিং’ বাধ্যতামূলক, ঘোষণা অর্থ দপ্তরের
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন
অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি আবেদন জানিয়েছেন আইসিটি প্রকল্পের এই দুই ধাপের শিক্ষকরা (ICT Teachers)। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী যেন দ্রুত হস্তক্ষেপ করে বেতন সমতা এবং সরকারি বেতন কাঠামোর অধীনে সমস্ত পরিষেবা সুবিধা চালুর নির্দেশ দেন।শিক্ষকদের আশা, নবান্নের পক্ষ থেকে এবার সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে, যাতে দীর্ঘদিনের এই বৈষম্যের অবসান ঘটে।












