বুধেই DA মামলার চূড়ান্ত রায় ঘোষণা? বিশেষ বেঞ্চ গঠন করল সুপ্রিম কোর্ট!

Published on:

Published on:

Possible verdict in Dearness Allowance case to be announced on 12 november 2025
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান কি অবশেষে হতে চলেছে? মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) মামলার চূড়ান্ত রায় নিয়ে সামনে এসেছে এক বড় আপডেট, যা নিয়ে কর্মচারী মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সম্পাদক শ্রী মলয় মুখোপাধ্যায় এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন, যা রায় ঘোষণার সম্ভাব্য দিনক্ষণের দিকেই ইঙ্গিত করছে।

ডিএ (Dearness Allowance) মামলায় বিশেষ বেঞ্চ গঠন

সূত্র অনুযায়ী, সুপ্রিম কোর্টে (Supreme Court) ইতিমধ্যেই গঠন করা হয়েছে একটি স্পেশাল বেঞ্চ (Special Bench), যেখানে ডিএ (Dearness Allowance) মামলার রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে। সেই মত আজ, বুধবার, ১২ই নভেম্বর ২০২৫, দুপুর ৩টেয় এই মামলার শুনানি হবে মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এবং প্রশান্ত কুমার মিশ্র-র ডিভিশন বেঞ্চে। শুনানির ধরণ হিসেবে উল্লেখ করা হয়েছে মিসলেনিয়াস হেয়ারিং (Miscellaneous Hearing)।

এই বিশেষ বেঞ্চ গঠনের খবরে নতুন করে আশার আলো দেখছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। কর্মী সংগঠনগুলির মতে, সাধারণত দীর্ঘ শুনানি শেষে রায় ঘোষণার আগে আদালত বিশেষ বেঞ্চ গঠন করে। ফলে তাঁরা মনে করছেন, এ বার হয়তো আসতে চলেছে বহু প্রতীক্ষিত রায়।

রায় ঘোষণার সম্ভাবনা কতটা জোরালো?

কনফেডারেশনের সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, “বিচারপতিদের নামসহ বিশেষ বেঞ্চের তালিকা প্রকাশ হয়েছে। শুনানির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন। তাই প্রবল সম্ভাবনা রয়েছে যে ওই দিনই চূড়ান্ত রায় ঘোষণা করা হতে পারে।” তিনি আরও জানান, সংশ্লিষ্ট কেস নম্বর ও বিবরণও সেই তালিকায় উল্লেখ রয়েছে। তবে, এই তথ্য আপাতত সম্ভাবনা মাত্র। আদালত চাইলে ওই দিন রায় না দিয়ে পুনরায় শুনানির তারিখও নির্ধারণ করতে পারে। তবুও কর্মীদের প্রত্যাশা এখন চরমে।

Possible verdict in Dearness Allowance case to be announced on 12 november 2025

আরও পড়ুনঃ “এটাই সেরা দিন!” দিল্লি বিস্ফোরণের পর আইএস জঙ্গির জামিন মামলায় স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের, কী বলল আদালত?

উল্লেখ্য, দীর্ঘ বছর ধরে রাজ্য সরকারের সঙ্গে ডিএ (Dearness Allowance) সংক্রান্ত এই মামলা চলছে। বেতন বৈষম্য এবং কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে ডিএর ব্যবধান নিয়ে ক্ষোভ ক্রমেই বেড়েছে। এবার বিশেষ বেঞ্চ গঠনের খবর ছড়াতেই সরকারি কর্মচারীদের মধ্যে উত্তেজনা ও আশাবাদ দুই-ই বেড়েছে। অনেকে বলছেন, “এই রায় যদি কর্মীদের পক্ষে আসে, তাহলে রাজ্যের সরকারি কর্মচারীদের জীবনে এক ঐতিহাসিক দিন লেখা থাকবে।” এখন সকলের নজর সুপ্রিম কোর্টের রায়ের দিকে।