বাংলা হান্ট ডেস্ক: অস্ট্রেলিয়ায় ODI এবং T20 সিরিজ খেলার পর, টিম ইন্ডিয়া (India National Cricket Team) এবার দেশের মাটিতে টেস্ট ক্রিকেট খেলতে প্রস্তুত। আগামী ২ সপ্তাহ শুভমান গিলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, ভারতীয় দল এবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে। এদিকে, ভারতে সম্পন্ন হতে চলা এই সিরিজে প্রতিবারের মতো পিচের ওপর যথেষ্ট মনোযোগ থাকবে। পাশাপাশি, এটাও অনুমান করা হচ্ছে যে, এই ক্ষেত্রে টিম ইন্ডিয়া হয়তো তাদের ভুল থেকে শিক্ষা নিয়েছে। কারণ, দলটি কোনও দাবি করেনি। অন্তত, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এমনটাই বলছেন।
ইডেনে টেস্ট ম্যাচ খেলবে ভারত (India National Cricket Team):
জানিয়ে রাখি যে, নির্ধারিত সূচি অনুযায়ী, ভারত (India National Cricket Team) ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজ আগামী ১৪ নভেম্বর কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে শুরু হতে চলেছে। ওই সিরিজের প্রথম ম্যাচটি কলকাতায় এবং দ্বিতীয়টি গুয়াহাটিতে সম্পন্ন হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, গুয়াহাটিতে এটিই হবে প্রথম টেস্ট ম্যাচ। এমতাবস্থায়, ওই স্টেডিয়ামে পিচ কেমন আচরণ করবে তা কেউই জানে না। তবে, কলকাতার কথা বললে স্পিনাররা সবসময় ইডেনে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে এবং এবারও সেই রেশ অব্যাহত থাকবে বলে অনুমান করা হচ্ছে।

টিম ইন্ডিয়া পিচের জন্য কোনও দাবি করেনি: তবে, ইডেনের পিচ কী স্বাভাবিকভাবেই টার্ন করবে, নাকি টিম ইন্ডিয়া প্রথম দিন থেকেই টার্নিং পিচ দাবি করেছে? এই প্রসঙ্গে ভারতের (India National Cricket Team) প্রাক্তন অধিনায়ক তথা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)-র বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন যে, টিম ইন্ডিয়া এমন কোনও দাবি করেনি। PTI-এর সঙ্গে কথা বলতে গিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, “তারা (টিম ইন্ডিয়া) এখনও এটি (টার্নিং পিচ) চায়নি। তাই আমি এর উত্তর দিতে পারছি না। তবে, পিচ বেশ ভালো দেখাচ্ছে।”
আরও পড়ুন: বড় সিদ্ধান্ত ICC-র! ২০২৩ সালে বন্ধ হয়ে যাওয়া এই ODI লিগ ফের হবে শুরু
গম্ভীর পিচ নিয়ে সন্তুষ্ট; কিউরেটর: এদিকে, ইডেন গার্ডেন্সের বিখ্যাত পিচ কিউরেটর সুজন মুখার্জি, যিনি IPL-এ কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে বিবাদের পর আলোচনায় এসেছিলেন, তিনি স্টেডিয়ামের ২২ গজের পিচে সন্তুষ্ট। সুজন আরও বলেন যে, ৫ দিনের পুরো ম্যাচের জন্য পিচটি প্রস্তুত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, তৃতীয় দিন (India National Cricket Team) থেকে পিচটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখাতে পারে। যেটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে প্রথম ২ দিন ব্যাটিংয়ের জন্য ভালো হবে।
আরও পড়ুন: ৪৪৩ শতাংশ বাড়ল প্রফিট! ১০ টাকারও কম দামের এই স্টক কিনতে হুড়োহুড়ি শেয়ার বাজারে
টিম ইন্ডিয়া তার ভুল থেকে শিক্ষা নিয়েছে: উল্লেখ্য যে, সামগ্রিক বিষয়টি এটাই ইঙ্গিত দেয়, টিম ইন্ডিয়া (India National Cricket Team) তার ভুল থেকে শিক্ষা নিয়েছে। মূলত, গত কয়েক বছরে, ভারতীয় ব্যাটাররা নিজেদের ঘরের মাটিতে বিদেশি স্পিনারদের বিরুদ্ধে লড়াই করেছেন। যার সবচেয়ে বড় উদাহরণ হল গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। যেখানে প্রথম টেস্ট ম্যাচ হারের পর, ভারতীয় দল ইন্দোরে টার্নিং পিচ প্রস্তুত করেছিল এবং শোচনীয় পরাজয়ের মুখোমুখি হয়। মিচেল সাঁতনার এবং গ্লেন ফিলিপস ভারতীয় ব্যাটারদের দুর্ভোগে ফেলেন এবং ইতিহাসে প্রথমবারের মতো, টিম ইন্ডিয়া ঘরের মাঠে ৩-০ ব্যবধানে ক্লিন সুইপ হয়েছিল।












