বাংলা হান্ট ডেস্কঃ দিল্লিতে লালকেল্লা সামনে বিস্ফোরণের (Delhi Blast) ঘটনায় আতঙ্কিত গোটা দেশ। ইতিমধ্যে দেশের একাধিক জায়গায় জারি হয়েছে কড়া নিরাপত্তা। এর মধ্যে রয়েছে কলকাতাও। গোটা শহরে নিরাপত্তা ব্যবস্থা কড়া করতে তৎপর লালবাজার। বুধবার সকাল থেকে কলকাতার একাধিক জায়গায় শুরু হয়েছে বিশেষ পুলিশি অভিযান।
কোথায় কোথায় অভিযান চালিয়েছে কলকাতা পুলিশ?
জানা গিয়েছে, পার্কস্ট্রিট-সহ শহরের একাধিক হোটেলে হানা দিয়ে আবাসিকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন পুলিশকর্মীরা। কোথায় কে রয়েছেন, কতদিন ধরে থাকছেন, সেই সব তথ্য খতিয়ে দেখা হয়। হোটেলের রেকর্ডও পরীক্ষা করা হয়েছে বলে খবর।
দিল্লির ঘটনা (Delhi Blast) থেকে শিক্ষা, কড়া নির্দেশ লালবাজারের
ঘটনার (Delhi Blast) পরেই লালবাজার থেকে শহরের সব থানাকে সতর্ক থাকার নির্দেশ জারি করা হয়। প্রত্যেকটি থানা এলাকায় একাধিক নাকা চেকিং চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রতিটি গাড়ির ডিকি এবং ভিতরের অংশ খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে। কোনও গাড়িতে নীল বা লাল বাতি লাগানো থাকলে চালককে জেরা করার নির্দেশ দেওয়া হয়েছে।
সন্দেহভাজনদের উপর নজরদারি বাড়ানো
লালবাজারের নির্দেশ অনুযায়ী, কোনও এলাকায় নতুন কেউ এলে তাঁর পরিচয় ও ঠিকানা খতিয়ে দেখতে হবে। সন্দেহজনক কিছু মনে হলে সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালাতে হবে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এই বিষয়ে সময় নষ্ট করা যাবে না। দ্রুত ব্যবস্থা নিতে হবে।
দিল্লি বিস্ফোরণের (Delhi Blast) ঘটনার পরই কলকাতা পুলিশ কমিশনার ও লালবাজারের শীর্ষ আধিকারিকরা শহরের সব থানার ওসি এবং ট্রাফিক গার্ডের কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। ওই বৈঠকে শহরের প্রতিটি থানায় বিশেষ নজরদারি চালানোর পরিকল্পনা নেওয়া হয়। প্রতিটি গাড়ি যেন পুলিশের চোখ এড়িয়ে না যেতে পারে, সেই লক্ষ্যে কড়া স্ট্র্যাটেজি তৈরি করা হয়।

আরও পড়ুনঃ ভোটার তালিকা সংশোধনের ‘অস্বচ্ছতা’? SIR সংক্রান্ত ৬৫টি অভিযোগ নিয়ে কমিশনের দরবারে শুভেন্দু
দিল্লির ঘটনার (Delhi Blast) পর লালবাজারের নির্দেশেই বুধবার সকালে শহরের পার্কস্ট্রিট-সহ একাধিক হোটেলে হানা দেয় পুলিশ। আবাসিকদের নাম, পরিচয়পত্র ও থাকার সময়কাল যাচাই করা হয়। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে রেজিস্টার রেকর্ডও খতিয়ে দেখা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই তল্লাশি অভিযান চলবে পরবর্তী কয়েকদিনও, যাতে কোনও সন্দেহভাজন ব্যক্তি শহরে আশ্রয় না নিতে পারে।












