ফাটা ঠোঁটকে বিদায় দিন, একরাতে মোলায়েম করার সহজ ঘরোয়া টোটকা

Published on:

Published on:

Skin Care reduce chapped lips with home remedies get soft lips overnight
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতকাল পড়তে না পড়তে ঠোঁট ফেটে একেবারে চৌচির। এইদিকে লিকুইড লিপস্টিক পড়া বন্ধ করে দিয়েছেন। তবে নিজের অজান্তেই বারংবার ঠোঁটে জিভ বুলিয়ে ফেলছেন। এর ফলে ঠোঁট আরো প্রচুর পরিমাণে ফাটছে। তবে এই ঠোঁট ফাটা থেকে মুক্তি পেতে আপনি বাইরের কেনা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করছেন (Skin Care)। কিন্তু উপকরণ টোটকা হিসেবে ব্যবহার করতে পারেন। যেগুলো নিয়মিত মাখলে শীতকালে ঠোঁটের চামড়া আর ফাটবে না।

ঘরোয়া উপায়ে ঠোঁট ফাটা কমান, একরাতে মোলায়েম ঠোঁট পান (Skin Care)

মধু: মধুর মধ্যে রয়েছে প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজিং এফেক্ট। এটি ত্বকের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি রাতে ঘুমোতে যাওয়ার আগে অল্প একটু মধু ঠোঁটের মধ্যে মেখে ফেললে, এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় (Skin Care)। তবে জিভ দিয়ে মধুর টি চেটে খেয়ে নেবেন না সেদিকে লক্ষ্য রাখবেন।

Skin Care reduce chapped lips with home remedies get soft lips overnight

আরও পড়ুন: এয়ারটেল ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! বেড়ে গেল ন্যূনতম রিচার্জের খরচ, কোন প্ল্যান বাতিল জানুন

ঘি: ঠোঁটফাটার হাত থেকে বাঁচতে হলে ব্যবহার করতে পারেন ঘি। এর জন্য রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে অল্প একটু ঘি নিয়ে ভালোভাবে মেখে শুয়ে পড়ুন। নিয়মিত এটি ব্যবহার করলে পরে কয়েক দিনের মধ্যে এই সমস্যা সমাধান হয়ে যাবে।

কাঠবাদাম তেল: কাঠবাদাম তেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন ই। যা ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি রাতে ঘুমোতে যাওয়ার আগে পুরো মুখে যদি এই তেল মেখে শোয়া যায়। তাহলে ঠোঁট ফাটার মত সমস্যা উধাও হবে।

অ্যালোভেরা জেল: অ্যালোভেরা জেল ত্বকের জন্য ভীষণ উপকারী। এটি আপনি বারোমাস ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি এটিকে ফাটা ঠোঁটে ব্যবহার করলে, এই সমস্যা সমাধান হবেই (Skin Care)।