জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেই বেহালাবাসীর উদ্দেশ্যে চিঠি পার্থর, কী লিখলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী?

Published on:

Published on:

Partha Chatterjee writes to Behala voters after release from jail
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ৩ বছর ৩ মাস ১৯ দিনের জেলজীবনের পর মঙ্গলবার বাড়ি ফিরেই যেন নিজের পুরনো ছন্দে ফিরে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বুধবার ভোরের আগেই বেহালার (পশ্চিম) বিধায়ক হিসেবে নিজের এলাকার মানুষদের উদ্দেশ্যে লিখলেন এক খোলা চিঠি।

চিঠিতে কী লিখেছেন পার্থ (Partha Chatterjee)?

চিঠিতে পার্থ (Partha Chatterjee) লিখেছেন, “আমি কার কাছ থেকে টাকা নিয়েছি? আমার নামে কেউ টাকা নিয়েছে কি না, জানাতে অনুরোধ করছি।” তিনি চিঠিতে আক্ষেপের সুরে লেখেন, “আমার সততার ছবিকে যারা মাটিতে মিশিয়ে দিল, তাদের ছেড়ে দেওয়া সামাজিক অপরাধ।

প্রশাসনিক কাজে আবার সক্রিয় প্রাক্তন মন্ত্রী

জেল থেকে ছাড়া পেয়ে পার্থ (Partha Chatterjee) শুধু রাজনৈতিক নয়, প্রশাসনিক কাজেও ফের সক্রিয় হয়ে উঠেছেন। বুধবারই বেহালার বাড়িতে বসে পূরণ করলেন SIR-এর এনুমারেশন ফর্ম। দীর্ঘ সময় পর এই দৃশ্য যেন তাঁর নতুন করে শুরু করার প্রতীক। চিঠিতে তিনি আরও লিখেছেন, “বেহালাবাসীর আশীর্বাদেই পাঁচ বার জিতেছি। মিথ্যা অপবাদের কারণে আমার সম্মান নষ্ট হয়েছে। আমার ছবিটা আপনারাই উদ্ধার করুন।”

দলের শীর্ষ নেতৃত্বের কাছেও চিঠি পাঠালেন পার্থ

নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই রাতে পার্থকে (Partha Chatterjee) গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিছুদিন পর তৃণমূল তাঁকে দল থেকে সাসপেন্ড করে। জেল থেকে মুক্তির পর মঙ্গলবারই তিনি দলের শীর্ষনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আরও এক চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি জানতে চেয়েছেন, “দলের কোন ধারায় আমাকে সাসপেন্ড করা হয়েছিল?”

Partha Chatterjee writes to Behala voters after release from jail

আরও পড়ুনঃ দিল্লি বিস্ফোরণের পর শহরে জারি ‘হাই অ্যালার্ট’! পার্ক স্ট্রিট-সহ কলকাতার একাধিক হোটেলে হানা দিল পুলিশ

রাজনৈতিক মহলে এখন প্রশ্ন, জেল থেকে বেরিয়ে ফের রাজনীতিতে ফিরছেন কি পার্থ (Partha Chatterjee)? অনেকের মতে, আগামী বিধানসভা নির্বাচনের আগে নিজের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বেহালায় তাঁর এই সক্রিয়তা তাই এখন নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।