বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের (Indian Railways) যাত্রী সংখ্যা। এমতাবস্থায়, যাত্রীদের সঠিকভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে রেল। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার শিশুদের টিকিট বুকিংয়ের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে রেল। যেটি অবশ্যই যাত্রীদের জেনে রাখা প্রয়োজন। শুধু তাই নয়, এই নতুন নিয়মের ফলে যাত্রীরা লাভবানও হবেন। নতুন নিয়ম অনুযায়ী, এবার ৫ বছরের কম বয়সী শিশুরা টিকিট ছাড়াই ভ্রমণ করতে পারবে। তবে যদি তাদের আলাদা সিট বা বার্থের প্রয়োজন হয়, সেক্ষেত্রে পুরো ভাড়া দিতে হবে।
শিশুদের টিকিট বুকিংয়ের নিয়মে পরিবর্তন রেলের (Indian Railways):
রেলের (Indian Railways) তরফে স্পষ্ট জানানো হয়েছে যে যদি ৫ বছরের কম বয়সী কোনও শিশুর জন্য আলাদা আসনের প্রয়োজন না হয়, তাহলে তাদের টিকিট ছাড়াই ট্রেনে সফরের ক্ষেত্রে বাধা থাকবে না। এর অর্থ হল বাবা-মা তাদের সন্তানকে কোলে নিয়ে ভ্রমণ করতে পারবেন। তবে, যদি কোনও কারণে শিশুর জন্য আলাদা বার্থ বা আসন বুক করা হয়, তাহলে প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত পুরো ভাড়া নেওয়া হবে।

৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য বিশেষ নিয়ম: রেল (Indian Railways) ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য বিশেষ নিয়ম চালু করেছে। যদি এই বয়সের কম বয়সী শিশুদের জন্য সিট বা বার্থের প্রয়োজন না হয় এবং টিকিট বুকিংয়ের সময় “নো সিট/নো বার্থ (NOSB)” অপশনটি নির্বাচন করা হয়, তাহলে তাদের অর্ধেক দামে টিকিট মিলনে। তবে, যদি কোনও শিশুর ক্ষেত্রে সিট বা বার্থের জন্য অনুরোধ করা হয়, সেক্ষেত্রে ভাড়া নেওয়া হবে। এদিকে, রেল এটাও স্পষ্ট করে জানিয়েছে যে ১২ বছরের বেশি বয়সী শিশুদের প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করা হবে এবং তাদের টিকিটের ক্ষেত্রে স্বাভাবিক ভাড়া নেওয়া হবে।
আরও পড়ুন: টাটা গ্রুপের এই কোম্পানির ৪ গুণ বাড়ল মুনাফা! শেয়ারে থাকবে বিনিয়োগকারীদের নজর
টিকিট বুকিং করার সময় এই বিষয়গুলি মনে রাখতে হবে: রেলের (Indian Railways) নতুন নিয়ম অনুসারে, টিকিট বুকিং করার সময় শিশুর সঠিক বয়স প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক যাত্রী ভুল করে ভুল বয়স দিয়ে ফেলেন। যার ফলে টিকিট বাতিল হতে পারে এবং জরিমানাও হতে পারে।
আরও পড়ুন: ১০ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে মুদ্রাস্ফীতি! GST হারে পরিবর্তন ঘটতেই চমক, সামনে এল পরিসংখ্যান
তাই, ট্রেনের (Indian Railways) টিকিট কাটার সময়, শিশুর সঠিক জন্ম তারিখ এবং বয়স লিখুন। ভ্রমণের সময় বয়সের প্রমাণপত্র, যেমন আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট সঙ্গে রাখাও গুরুত্বপূর্ণ। যেকোনও চেকিংয়ের সময় এটি আধিকারিকদের দেখানোর প্রয়োজন হতে পারে।












