নন্দীগ্রামেও এবার ‘বীরভূম মডেল’, সভাপতি পদ তুলে কোর কমিটি গঠন তৃণমূলের

Published on:

Published on:

Mamata Banerjee’s TMC forms new core committee in Nandigram
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য রাজনীতির সবচেয়ে আলোচিত কেন্দ্র হল নন্দীগ্রাম (Nandigram)। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনেই হেরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এখন সেই কেন্দ্রের বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই নন্দীগ্রামকে এবার নতুন করে সাজাল তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি। ভোটের আগে সংগঠন আরও শক্ত করতে বুধবার তৃণমূল তৈরি করেছে নতুন কোর কমিটি।

নন্দীগ্রাম (Nandigram) সভাপতি পদ উঠে গেল, এল ‘কোর কমিটি’

নন্দীগ্রাম (Nandigram) ব্লক ওয়ানে সভাপতি পদ তুলে দিয়ে গঠন করা হয়েছে কোর কমিটি। আগের সভাপতি বাপ্পাদিত্য গর্গ ও তৃণমূল নেতা শেখ সুফিয়ান, দু’জনকেই রাখা হয়েছে এই নতুন কমিটিতে। শুধু ব্লক নয়, সামসাবাদ ও সোনাচুরা অঞ্চল কমিটিতেও একইভাবে তৈরি হয়েছে কোর কমিটি।

কেন এই সিদ্ধান্ত?

তৃণমূলের অন্দরে শোনা যাচ্ছে, নন্দীগ্রামে (Nandigram) নতুন আর পুরনো নেতাদের মধ্যে বেশ কিছুদিন ধরেই মতভেদ চলছিল। নতুনরা দায়িত্ব পাওয়ায় পুরনোদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। তাই সংগঠনের ঐক্য বজায় রাখতে সবাইকে নিয়ে কোর কমিটি গঠন করা হয়েছে।

বর্তমানে নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর প্রভাব এখনও এলাকায় যথেষ্ট। তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না তৃণমূল। আসন্ন ভোটে শুভেন্দু নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন কি না, তা এখনও স্পষ্ট নয়, কিন্তু দল এখন থেকেই সংগঠন শক্ত করতে চাইছে।

Mamata Banerjee’s TMC forms new core committee in Nandigram

আরও পড়ুনঃ জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেই বেহালাবাসীর উদ্দেশ্যে চিঠি পার্থর, কী লিখলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী?

বীরভূম মডেল এবার নন্দীগ্রামে

ঠিক যেমন বীরভূমে জেলা সভাপতি পদ তুলে দিয়ে কোর কমিটি গঠন করা হয়েছিল, এবার তৃণমূল সেই একই পথ নিল নন্দীগ্রামেও (Nandigram)। রাজনৈতিক মহলের মতে, এই পদক্ষেপের লক্ষ্য একটাই, গোষ্ঠীদ্বন্দ্ব থামিয়ে সংগঠনে ঐক্য ফেরানো।