বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR প্রক্রিয়া নিয়ে এবার সরাসরি আদালতের দ্বারস্থ শাসকদল। মঙ্গলবার এই মামলায় নির্বাচন কমিশনকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ২৬ নভেম্বর ফের শুনানি হবে। তারই প্রেক্ষিতে বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) স্পষ্ট জানিয়ে দিলেন যে, শীর্ষ আদালতে তৃণমূলের তরফে কমিশনের কাছে দু’টি বড় প্রশ্ন তোলা হবে।
তৃণমূলের প্রথম প্রশ্ন
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বক্তব্য, পশ্চিমবঙ্গে ২০০২ সালের ডিলিমিটেশন প্রক্রিয়ার পর পুরনো আসনগুলির গঠনই বদলে গিয়েছে। ২০০৮ সালে শেষ হয় সেই প্রক্রিয়া, আর ২০০৯ সালের লোকসভা ভোটে নতুন বিন্যাস কার্যকর হয়। এই প্রসঙ্গে তাঁর প্রশ্ন, “যে আসনের এখন আর অস্তিত্বই নেই, সেটিকেই কমিশন সূচক হিসাবে ধরছে কীভাবে?” তিনি এই প্রক্রিয়াকে সরাসরি বেআইনি বলে দাবি করেছেন।
কল্যাণ (Kalyan Banerjee) যুক্তি দিয়ে বলেন, বহু পুরনো আসন মুছে গেছে, তৈরি হয়েছে নতুন আসন। কোথাও এলাকা যুক্ত হয়েছে, কোথাও বাদ পড়েছে। সেই পরিবর্তনের পরে ২০০২ সালের তালিকাকে রেফারেন্স ধরা যুক্তিসঙ্গত নয়। “কমিশনের এই সিদ্ধান্ত আইনসিদ্ধ নয়” বলে মন্তব্য করেছেন কল্যাণ।
তৃণমূলের দ্বিতীয় প্রশ্ন
তৃণমূলের দ্বিতীয় অভিযোগ আরও গুরুতর। কল্যাণের (Kalyan Banerjee) প্রশ্ন, “২০২৪ সালের লোকসভা ভোটে যারা ভোট দিয়েছেন, তাঁদের নাম কমিশন রাতারাতি বাদ দিচ্ছে কীভাবে?” কল্যাণের মতে, নতুন করে এনুমারেশন ফর্ম পূরণ করতেই হচ্ছে, কারণ নাম বাদ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, যার নাম ছিল, তিনি কেন আবার নাম তুলবেন? তার মানে কমিশন নাম বাদ দিয়েছে। কমিশন কি এভাবে নাম বাদ দিতে পারে?”
এই মামলায় তৃণমূল ছাড়াও তামিলনাড়ুর ডিএমকে, কেরলের সিপিএম এবং সর্বভারতীয় কংগ্রেসও মামলা করেছে। মঙ্গলবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি হয়। সুপ্রিম কোর্টের তরফে নির্বাচন কমিশনকে নোটিস পাঠিয়ে জবাব চাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ নন্দীগ্রামেও এবার ‘বীরভূম মডেল’, সভাপতি পদ তুলে কোর কমিটি গঠন তৃণমূলের
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, “আমি মনে করি, SIR প্রক্রিয়াটি স্থগিত হওয়া উচিত।” তখন প্রশ্ন উঠেছে, আদালত কি সাংবিধানিক সংস্থার এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে? যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বুধবার সেই প্রশ্নে সরাসরি উত্তর দেননি। তবে তৃণমূলের অন্দরমহলে অনেকেরই মত, যদি স্থগিতাদেশ না-ও আসে, সেক্ষেত্রে আদালতে সঠিকভাবে যুক্তি উপস্থাপন করতে পারলে SIR প্রক্রিয়ায় নতুন কিছু পরিবর্তন আনা সম্ভব হতে পারে।












