বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স একটি বড় পদক্ষেপ নিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আসন্ন মরশুমের জন্য অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসনকে তাদের নতুন সহকারী কোচ হিসেবে নিযুক্ত করেছে KKR (Kolkata Knight Riders)। ওয়াটসন এর আগে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিলেন।
KKR (Kolkata Knight Riders)-এর সঙ্গে যুক্ত হলেন শেন ওয়াটসন:
উল্লেখ্য যে, KKR (Kolkata Knight Riders) সম্প্রতি অভিষেক নায়ারকে হেড কোচ হিসেবে নিযুক্ত করেছে। এদিকে, ওয়াটসনের কোচিং এবং লিগে খেলার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তবে, গত মরশুমে কলকাতার পারফরম্যান্স খুব একটা আকৃষ্ট করতে পারেনি। ১৪ টি ম্যাচের মধ্যে KKR মাত্র ৫ টিতে জিততে সক্ষম হয়।
What a day, Watt-o Knight! 🙌
Welcome to the Family, @ShaneRWatson33 💜 pic.twitter.com/hpOclOv7LA
— KolkataKnightRiders (@KKRiders) November 13, 2025
শেন ওয়াটসনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে: গত মরশুমে খারাপ পারফরম্যান্সের পর কলকাতা নাইট রাইডার্স তার কোচিং স্টাফে বড় ধরণের পরিবর্তন এনেছে। ইতিমধ্যেই, KKR (Kolkata Knight Riders) অভিষেক নায়ারকে হেড কোচ হিসেবে নিযুক্ত করেছে। এবার, শেন ওয়াটসনকে সহকারী কোচ হিসেবে দেখা যাবে। ওয়াটসন এর আগে দিল্লি ক্যাপিটালসে রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করেছেন। তাছাড়া IPL-এ ওয়াটসনের যথেষ্ট অভিজ্ঞতাও রয়েছে।
ওয়াটসন IPL-এ ১২ টি মরশুম খেলেছেন: জানিয়ে রাখি যে, শেন ওয়াটসন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম মরশুমে জয়ী রাজস্থান রয়্যালস দলের অংশ ছিলেন। চেন্নাই সুপার কিংসের হয়েও তিনি অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। উল্লেখ্য যে, নায়ার এবং ওয়াটসনের সঙ্গে KKR (Kolkata Knight Riders)-এ মেন্টর হিসেবে যোগ দেবেন ডোয়াইন ব্রাভো।
আরও পড়ুন: টাটা গ্রুপের এই কোম্পানির ৪ গুণ বাড়ল মুনাফা! শেয়ারে থাকবে বিনিয়োগকারীদের নজর
গত মরশুমে KKR-এর পারফরম্যান্স: ২০২৪ সালের IPL-এ চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা। কিন্তু, ২০২৫-এর IPL-এ দলটি প্লে-অফেও পৌঁছতে পারেনি। অজিঙ্ক রাহানের অধিনায়কত্বে, দলটি পুরো মরশুমে লড়াই করেছে। এদিকে, মনে করা হচ্ছে, এবার নিলামের আগে KKR (Kolkata Knight Riders) বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে। পাশাপাশি, অজিঙ্ক রাহানে অধিনায়ক হিসেবে দলের সঙ্গে থাকবেন কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। এছাড়াও, কলকাতা ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করতে পারে। তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় কিনেছিল KKR।












