বাংলাহান্ট ডেস্ক : ভিসার মেয়াদ ফুরিয়েছে। তারপরেও অবৈধ ভাবে ভারতে রয়ে গিয়েছেন বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানিরা। এবার এই ধরণের মানুষদের খোঁজে তৎপর পুলিশ (Kolkata Police)। ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যদি এই তিন দেশের কোনও বাসিন্দা কলকাতা বা অন্যান্য জেলায় লুকিয়ে থাকেন তাদের খোঁজে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা এবং রাজ্য পুলিশ। কলকাতা (Kolkata Police) সহ বিভিন্ন জেলায় পাসপোর্ট নিয়ে আসা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের বাসিন্দাদের উপরে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি থানা এবং গোয়েন্দা আধিকারিকদের।
দিল্লির ঘটনার পর অবৈধ পাক-বাংলাদেশিদের ধরতে তৎপর পুলিশ (Kolkata Police)
সদ্য দিল্লিতে ঘটে যাওয়া ভয়াবহ বিষ্ফোরণের ঘটনার পরেই নাশকতার আশঙ্কায় দেশজুড়ে বিভিন্ন শহরে জারি হয়েছে হাই অ্যালার্ট। নিরাপত্তার দিকে জোর দিতে শহর এবং বিভিন্ন জেলায় বিভিন্ন জঙ্গি সংগঠনগুলির (Kolkata Police) পুরনো স্লিপার সেলগুলি সম্পর্কেও খোঁজ নেওয়া শুরু করেছেন কলকাতা এবং রাজ্যের গোয়েন্দারা। দিল্লির ঘটনার পরেই লালবাজার এবং ভবানী ভবনের তরফে কলকাতা (Kolkata Police) ও রাজ্য পুলিশের গোয়েন্দাদের সতর্ক করা হয়েছে।

ভুয়ো পরিচয়পত্র বানানোর অভিযোগ: গোয়েন্দাদের অভিযোগ, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, বাংলাদেশ, আফগানিস্তান থেকে যারা পাসপোর্ট নিয়ে এসেছিলেন তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও দেশে ফিরে না গিয়ে পুলিশের (Kolkata Police) থেকে গা ঢাকা দিয়ে রয়েছেন অনেকে। এদের মধ্যে আবার অনেকে দালালচক্রের হাত ধরে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছে। এমনভাবে ভুয়ো ভারতীয় নাগরিক সেজে থাকা বিদেশিরা রীতিমতো সন্দেহজনক বলে দাবি করছেন গোয়েন্দারা।
আরও পড়ুন : বিরাট রদবদল ‘পরিণীতা’য়, রাতারাতি TRP টপার মেগা ছেড়ে বেরিয়ে গেলেন অভিনেতা
কী আশঙ্কা করছেন গোয়েন্দারা: বেশ কয়েকজন এমন ভুয়ো পরিচয়পত্র থাকা বাংলাদেশি ধরা পড়েছে। দক্ষিণ কলকাতা থেকেও সম্প্রতি তিনজন আফগানিস্তানের বাসিন্দাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। তারাও ভুয়ো পরিচয়পত্র নিয়ে এদেশে গা ঢাকা দিয়ে ছিল বলে অভিযোগ। এমন ভাবেই কলকাতা বা অন্যান্য জেলায় পাকিস্তানের কোনও বাসিন্দাও কি লুকিয়ে থাকতে পারে? এমন সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেননি গোয়েন্দারা। পাশাপাশি ভুয়ো পরিচয় নিয়ে গা ঢাকা দিয়ে থাকা এমন বিদেশিদের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগাযোগ থাকার সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে বলে মনে করছে পুলিশ।
আরও পড়ুন : দিল্লির ঘটনা থেকেই শিক্ষা, নিরাপত্তার চাদরে ঢাকল ইডেন, শুক্রবার থেকে ৫ দিন বন্ধ একাধিক রাস্তা
সূত্রের খবর অনুযায়ী, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও কোন কোন বাংলাদেশি, পাক এবং আফগান নাগরিক দেশে ফিরে যাননি সেই তথ্য জানতে কলকাতা ও রাজ্য পুলিশের সংশ্লিষ্ট থানা এবং গোয়েন্দা দফতরের সঙ্গে যোগাযোগ রাখছেন গোয়েন্দারা। পাশাপাশি ওই বাসিন্দারা কোথায় লুকিয়ে থাকতে পারে তাও জানার চেষ্টা চলছে পুলিশের। উল্লেখ্য, গত কয়েক বছরে কলকাতা এবং অন্যান্য জেলায় বেশ কিছু জঙ্গি সংগঠনগুলির স্লিপার সেল গোয়েন্দা পুলিশের সামনে এসেছে। ওই সেলগুলি ফের সক্রিয় হয়ে উঠেছে কিনা সে বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে বলে অভিযোগ।












