শীতের আমেজ রাজ্যে! কলকাতায় আরও নামল তাপমাত্রার পারদ, আবহাওয়ার বড় খবর

Published on:

Published on:

South Bengal Weather winter mood in bengal temperature drops significantly in one fell swoop
Follow

বাংলা হান্ট ডেস্ক: নভেম্বর পড়তে না পড়তে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) উত্তরের হাওয়া বইতে শুরু করেছে। এছাড়াও কলকাতার তাপমাত্রা এক ঝটকায় বেশ অনেকটাই কমে গিয়েছে। সকাল অথবা সন্ধ্যার দিকে শীতের পরশ গায়ে লাগছে। পাশাপাশি বৈশাখ ক্রমাগত ঠান্ডা হাওয়া। যার ফলে হাওয়া অফিস বলছে, আপাতত সপ্তাহের শেষ পর্যন্ত এমনটাই থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা।

এক নজরে দেখে নিন কেমন থাকবে দক্ষিণ বঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ধীরে ধীরে পশ্চিমে শীতল বাতাস দক্ষিণবঙ্গের ঢুকতে শুরু করেছে। বর্তমানে কোন পশ্চিমী ঝঞ্জা বাধা নেই। তাই বঙ্গোপসাগরের ওপরে কোন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই যেখানে দক্ষিণবঙ্গে ((South Bengal Weather) শীতর আবহাওয়া বাধা হয়ে দাঁড়াবে।

South Bengal Weather winter mood in bengal temperature drops significantly in one fell swoop

আরও পড়ুন: প্রথমবার শীতে ট্রেকিং? এই বিষয়গুলো মনে রাখলে আপনি হবেন ঝামেলা মুক্ত

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে, ধীরে ধীরে যেহেতু দক্ষিণবঙ্গে শীতের প্রবেশ ঘটেছে। এর ফলে সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকবে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে থাকবে। তাছাড়া পশ্চিমে জেলাগুলিতে তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রী সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে।

এছাড়াও নভেম্বরের শেষে বা ডিসেম্বরে শুরুর দিক থেকে উত্তর-পশ্চিমে ঠান্ডা হাওয়া দক্ষিণবঙ্গে বইতে আরও শুরু করবে। তখন তাপমাত্রা বেশ অনেকটাই কমবে। তাছাড়া ডিসেম্বরে প্রথম সপ্তাহ থেকে কলকাতা সহ আশেপাশের অঞ্চলে প্রবলসিদ পড়বে এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া আগামী তিন চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আর একটু নামতে পারে বলে মনে করা হচ্ছে।

এক নজরে দেখে নিন উত্তরবঙ্গেও আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গে আপাতত যেমন শুষ্ক আবহাওয়া থাকবে (South Bengal Weather)। তেমনই এর মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তাই আগামী কয়েক দিন উত্তরবঙ্গ শুষ্ক থাকবে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিংপং এ হালকা বৃষ্টি হতে পারে। যার ফলে এই দুই জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি কম থাকবে।