একসঙ্গে ২ টি প্ল্যানের দাম কমাল BSNL! একদম সস্তায় মিলবে ৩৩০ দিনের ভ্যালিডিটি

Published on:

Published on:

BSNL reduces the prices of 2 plans at once.
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড তথা BSNL তার গ্রাহকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন অফার উপলব্ধ করছে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন গ্রাহকরা। শুধু তাই নয়, এর মাধ্যমে BSNL বেসরকারি টেলিকম সংস্থাগুলিকেও কড়া চ্যালেঞ্জ জানাচ্ছে। এমতাবস্থায়, এবার একটি বড় আপডেট সামনে এসেছে।

রিচার্জ প্ল্যানের দাম কমাল BSNL:

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, BSNL তার ব্যবহারকারীদের জন্য ২ টি রিচার্জ প্ল্যানের দাম কমিয়েছে। এই প্ল্যানগুলি ব্যবহারকারীদের ৩৩০ দিন পর্যন্ত ভ্যালিডিটি প্রদান করবে। এছাড়াও, ওই প্ল্যানগুলিতে আনলিমিটেড কলিং এবং ডেটা সহ আরও বেশ কিছু সুবিধা উপলব্ধ হবে। BSNL গ্রাহকরা এই অফারের সুবিধা নিতে পারেন। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

অফারটি কী: ইতিমধ্যেই BSNL তাদের এক্স হ্যান্ডেলের মাধ্যমে এই অফারটির বিষয়ে ঘোষণা করেছে। মূলত, কোম্পানিটি তাদের ১,৯৯৯ টাকা এবং ৪৮৫ টাকা মূল্যের ২ টি রিচার্জ প্ল্যানে গ্রাহকদের ৫ শতাংশ ছাড় দিচ্ছে। এর ফলে গ্রাহকেরা ওই ২ টি রিচার্জ প্ল্যান যথাক্রমে ১,৮৯৯ টাকা এবং ৪৬১ টাকা মূল্যের পাবেন। কোম্পানির পোস্ট অনুসারে, গ্রাহকরা কোম্পানির ওয়েবসাইট এবং সেলফ কেয়ার অ্যাপ থেকে নম্বর রিচার্জ করে এই অফারের সুবিধা নিতে পারবেন।

আরও পড়ুন: RBI-র নির্দেশ মেনে SBI সহ প্রতিটি ব্যাঙ্ক নিল এই বড় পদক্ষেপ! জেনে নিন এখনই

১,৯৯৯ টাকার প্ল্যান: BSNL-এর এই সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানের মেয়াদ ৩৩০ দিন। এর মাধ্যমে গ্রাহকেরা ভারত জুড়ে আনলিমিটেড কলিং এবং ফ্রি ন্যাশনাল রোমিংয়ের মতো সুবিধা পাবেন। এছাড়াও
অতিরিক্তভাবে, গ্রাহকেরা প্রতিদিন ১.৫ জিবি হাই-স্পিড ডেটা পাবেন। পাশাপাশি, প্রতিদিন ১০০ টি ফ্রি SMS-ও উপলব্ধ হবে। জানিয়ে রাখি যে, BSNL প্রতিটি প্ল্যানের সঙ্গে BiTV উপলব্ধ করে। যা ব্যবহারকারীদের ৩৫০ টিরও বেশি লাইভ টিভি চ্যানেল এবং OTT অ্যাপ অ্যাক্সেস প্রদান করে।

আরও পড়ুন: পাত্তাই পেল না ট্রাম্পের শুল্ক ঝটকা! গোটা বিশ্বকে চমকে দিয়ে হু হু করে এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি

৪৮৫ টাকার প্ল্যান: রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানির ৪৮৫ টাকার প্ল্যানটি ব্যবহারকারীদের ৭২ দিনের ভ্যালিডিটি প্রদান করে। BSNL-এর এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিং এবং ফ্রি ন্যাশনাল রোমিং উপলব্ধ করা হয়। এই রিচার্জ প্ল্যানে BSNL প্রতিদিন 2 GB ডেটাও উপলব্ধ করে। এছাড়াও, ব্যবহারকারীরা প্রতিদিন ১০০ টি ফ্রি SMS-এর সুবিধাও পান। সেই সঙ্গে, এই প্ল্যানে ব্যবহারকারীরা BiTV-তেও অ্যাক্সেস পান। যেটি ৩৫০ টিরও বেশি লাইভ টিভি চ্যানেল এবং OTT অ্যাপের অ্যাক্সেস প্রদান করে।