১৫ বছর পর সঞ্চালক বদল, দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনায় মীর! আর দেখা যাবে না রচনাকে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো ‘দিদি নাম্বার ওয়ান’। বিগত ১৫ বছর ধরে সাফল্যের সঙ্গে এই শোয়ের সঞ্চালনা করে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। অভিনয়ের পাশাপাশি এই শো তাঁকে বিশেষ জনপ্রিয়তা এনে দিয়েছে। বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন রচনা। কিন্তু এবার হঠাৎ করেই ছন্দপতন। বদলে গেল চিরচেনা দিদি নাম্বার ওয়ান। হঠাৎ করেই আমূল পরিবর্তন শোয়ের সঞ্চালনায়। কে এলেন রচনার (Rachna Banerjee) পরিবর্তে?

দিদি নাম্বার ওয়ানে সঞ্চালনায় রচনার (Rachna Banerjee) পরিবর্তে মীর

দিদি নাম্বার ওয়ান মানেই রচনা। দীর্ঘদিন ধরে তাঁকেই সঞ্চালকের ভূমিকায় দেখে আসছেন দর্শকরা। কিন্তু সম্প্রতি দিদি নাম্বার ওয়ান এর প্রোমো প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ দর্শকদের। সেখানে হঠাৎই দেখা গেল রচনা (Rachna Banerjee) নয়, দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালকের ভূমিকায় মীর আফসার আলি! তবে কি বদলে গেল শোয়ের সঞ্চালক?

Rachna will not ne seen in didi number one

হঠাৎ কেন এই বদল: বাস্তবে কী ঘটেছে? জি বাংলার ফ্লোর ডিরেক্টর সংবাদ মাধ্যমকে জানান, রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) তত্ত্বাবধানেই সবকিছু করে থাকেন তাঁরা। এক্ষেত্রেও তাঁর সঙ্গে আলোচনা করেই সবটা করা হয়েছে বলে জানান তিনি। চ্যানেল কর্তৃপক্ষের মতও অবশ্য ছিল। ফ্লোর ডিরেক্টর রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথায়, মীর পরিবারেরই অংশ। বহুদিনের যোগাযোগ রয়েছে তাঁর সঙ্গে। এটাকে তাই ‘স্বাদবদল’ হিসেবেই দেখা হচ্ছে।

আরও পড়ুন : চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু নিয়ে ফের অনিশ্চয়তা, তীরে এসে তরী ডুববে না তো?

কবে ফিরবেন রচনা: সাময়িক পরিবর্তন হচ্ছে দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালনায়। আপাতত তিনটি পর্বে মীরকে দেখা যাবে সঞ্চালক হিসেবে। তারপর অবশ্য আবারও ফিরবেন রচনা। এর আগেও এমন সাময়িক বদল ঘটেছে দিদি নাম্বার ওয়ানে। রচনার (Rachna Banerjee) পিতৃবিয়োগের পর কিছু দিনের বিরতি নিয়েছিলেন তিনি। তখন সঞ্চালক হিসেবে দেখা গিয়েছিল সুদীপা চট্টোপাধ্যায় ও সৌরভ দাসকে।

আরও পড়ুন : পুষ্টিগুণে ভরপুর, খেতেও দুর্দান্ত, শীতের সকালে জমে যাবে মেথি পরোটা, কীভাবে বানাতে হয় জেনে নিন

এখন প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই বদল? কোথায় গেলেন রচনা? ঘনিষ্ঠ সূত্রের খবর, তিনি সম্ভবত বিদেশে রয়েছেন। সেই কারণেই এই বদল। আবার এমনও গুঞ্জন শোনা যাচ্ছে, রচনা নাকি ভোটপ্রচারে ব্যস্ত। তাই কিছুদিন তাঁকে দেখা যাবে না দিদি নাম্বার ওয়ানে। তবে তিনি শীঘ্রই ফিরবেন বলে জানা গিয়েছে শোতে।