সরকারি কর্মচারীদের খুলল কপাল! ৩ শতাংশ বাড়ল DA, হয়ে গেল বিরাট ঘোষণা

Published on:

Published on:

This state increased Dearness Allowance.
Follow

বাংলাহান্ট ডেস্ক: তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন বৃহস্পতিবার রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৩ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছেন। এর ফলে রাজ্য কর্মীদের ডিএ ৫৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৫৮ শতাংশে দাঁড়াল। এই সিদ্ধান্তে প্রায় ১৬ লাখ সরকারি কর্মচারী, শিক্ষক ও পেনশনভোগী উপকৃত হবেন। যদিও এর ফলে রাজ্য সরকারের উপর বছরে অতিরিক্ত ১,৮২৯ কোটি টাকার আর্থিক বোঝা তৈরি হবে। মুখ্যমন্ত্রী স্টালিন জানিয়েছেন যে কর্মীদের কল্যাণ ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তামিলনাড়ুতে রাজ্য সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ (Dearness Allowance) বৃদ্ধি স্ট্যালিনের:

মহার্ঘ ভাতা (Dearness Allowance) মূলত মুদ্রাস্ফীতির প্রভাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সামলাতে কর্মীদের প্রদান করা হয়। দামবৃদ্ধির চাপ ক্রমশ বাড়তে থাকায় ডিএ বাড়ানো এখন সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তির খবর। মুখ্যমন্ত্রী জানান, ডিএ বৃদ্ধি কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জীবনযাত্রার ব্যয় সামাল দিতে সাহায্য করবে।

আরও পড়ুন:গ্রিন লাইনের নতুন নিয়মে যাত্রীরা চিন্তিত, ব্যস্ত সময়ে কাউন্টার সংখ্যা সীমিত

এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের ঘোষণার সঙ্গে সাযুজ্যপূর্ণ। সম্প্রতি কেন্দ্রও তার কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ ডিএ (Dearness Allowance) ও ডিআর (ডিয়ারনেস রিলিফ) বাড়ানোর অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, নতুন ডিএ/ডিআর হার ২০২৫ সালের জুলাই থেকে কার্যকর হবে এবং এতে ৪৯.১৯ লাখ কেন্দ্রীয় কর্মচারী ও ৬৮.৭২ লাখ পেনশনভোগী উপকৃত হবেন। এই বৃদ্ধির ফলে কেন্দ্রের বার্ষিক ব্যয় বাড়বে ১০,০৮৩.৯৬ কোটি টাকা। ৭ম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নির্ধারিত সূত্র ধরেই ডিএ বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রতিবছর জানুয়ারি ও জুলাই মাসে ডিএ ও ডিআর পুনর্বিবেচনা করে থাকে।

কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তগুলোর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য ছিল রেলওয়ে কর্মীদের জন্য পারফরম্যান্স-লিঙ্কড বোনাসের ঘোষণা, যাতে উপকৃত হয়েছেন প্রায় ১১.২৭ লাখ রেলকর্মী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্র এবং রাজ্য সরকার—উভয়ই কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির চাপ বিবেচনা করে ধারাবাহিকভাবে ডিএ (Dearness Allowance) বাড়িয়ে চলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি খাতে কর্মরত মানুষের জন্য এই ডিএ বৃদ্ধি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হিসেবে কাজ করবে।

This state increased Dearness Allowance.

আরও পড়ুন: ‘২০২০-র ঘটনার পুনরাবৃত্তি হলে…’ প্রশাসনকে হুঁশিয়ারি ‘আত্মবিশ্বাসী’ তেজস্বী যাদবের

তামিলনাড়ু সরকারের এই ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যের অর্থনৈতিক বোঝা কিছুটা বাড়ালেও কর্মীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।