বাংলা হান্ট ডেস্ক : গতকাল IPL এর ইতিহাসে সবচেয়ে বড় রেকর্ড গড়েছে KKR। ২৭২ রানের রেকর্ডের পাশাপাশি দিল্লি ক্যাপিটালসকে (DC) হারিয়ে টানা তিন ম্যাচ জিতে জয়ের হ্যাট্রিক গড়েছে নাইটরা। শ্রেয়স ব্রিগেড এইদিন ১০৬ রানের বিরাট ব্যবধানে দুরমুশ করে দিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অপ্রতিরোধ্য KKR।
গত বুধবার টসে জিতেই জয়ের ইশারা দিয়ে দিয়েছিল শ্রেয়স ব্রিগেড। প্রথম ওভারটা নারিন ও ফিল সল্টের ব্যাটে রান না এলেও ঝড় শুরু হয় পরের ওভার থেকেই। পাওয়ার প্লে-তেই ৮০-র গণ্ডি পার করে যায় এই দুই বিধ্বংসী ব্যাটার। এরপর ৮৫ রানের ইনিংস খেলে আউট হয়ে যান নারিন। তারপরেই ক্রিজে আসেন নবাগত ব্যাটসম্যান আংক্রিশ রঘুবংশী। প্রথম ম্যাচেই ফাঁটিয়ে খেলেন তিনি।
কলকাতার (Kolkata Knight Riders) এই বিধ্বংসী ইনিংসের পর ফের একবার পয়েন্ট টেবিলের একদম শীর্ষে জায়গা করে নিয়েছে দলটি। এর আগে RCB কে হারানোর পরই পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছিল KKR। তবে রাজস্থান মুম্বাইকে হারাতেই পয়েন্ট টেবিলের একদম উপরে উঠে যায় RR। এমন অবস্থায় শীর্ষস্থান হাসিল করতে জয় ছাড়া আর কোনও উপায় ছিলনা গৌতম গম্ভীরের কাছে।
আরও পড়ুন : ‘ক্যান্সারে আক্রান্ত, ৬ মাস ধরে লড়ছি…’! প্রচার করতে পারব না, ঘোষণা মোদীর
এইদিনের ম্যাচে হলোও তাই। ১০৬ রানের ব্যাবধানে দিল্লিকে হারাতেই পয়েন্ট টেবিলের একদম উপরে উঠে এল KKR। এই মুহূর্তে কলকাতার ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট। এখনও পর্যন্ত মোট ৩টি ম্যাচ খেলেছে কলকাতা, এবং এই ৩টি ম্যাচেই জয় হাসিল করেছে শ্রেয়স ব্রিগেড। এই মুহূর্তে KKR-র নেট রান রেট +২.৫১৮।
আরও পড়ুন : অভিষেকেই নজিরবিহীন রেকর্ড, টিম ইন্ডিয়া পেল দ্বিতীয় বিরাট কোহলি! নাম শুনেই কাঁপছে বোলাররা
ওদিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান। এখনও পর্যন্ত ৩ টি ম্যাচ খেলেছে দলটি। ৩ ম্যাচের ৩টিতেই জয় হাসিল করে মোট ৬ পয়েন্ট এসেছে রাজস্থানের ঝুলিতে। এই মুহূর্তে রাজস্থানের নেট রানরেট +১.২৪৯। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে CSK , ৩ ম্যাচের ২টিতে জয় হাসিল করে চেন্নাইয়ের ঝুলিতে এসেছে ৪ পয়ন্ট এবং নেট রানরেট +০.৯৭৬। ৩ ম্যাচের ২টিতে জিতে চতুর্থ ও পঞ্চম স্থানে লখনউ ও গুজরাত।