আলমের চেম্বার থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ‘হিন্দু আইন ছাত্রী’র দেহ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিজেপির! কে এই আলম?

Published on:

Published on:

BJP alleged bias after Hindu law student found unconscious in Alim house
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এক হিন্দু মহিলা আইন ছাত্রীকে আলমের চেতনার ঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়াকে কেন্দ্র করে তীব্র আলোড়ন শুরু হয়েছে। ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, বিশেষ করে বিজেপির (BJP) তরফে প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।

কী বলছে বিজেপি (BJP)?

এদিন ফেসবুক পোস্টে বিজেপি এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছে যে, আলম হলেন ভাইপো (অভিষেক বন্দ্যোপাধ্যায়) ঘনিষ্ঠ ছায়াসঙ্গী, সেই কারণেই নাকি কোন পদক্ষেপ নিচ্ছে না পুলিশ। এই নিয়ে বিজেপির (BJP) পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে, “এটা কি কোন প্রভাবশালী ব্যক্তিকে রক্ষার চেষ্টা? নাকি তারা আতঙ্কিত যে নিরপেক্ষ তদন্ত চালালে কাকদ্বীপ ও আশেপাশের এলাকার হিন্দু যুবতীদের লক্ষ্য করে চলা এক বৃহত্তর চক্র উন্মোচিত হতে পারে?”

বিজেপির মতে, প্রশাসনের এই প্রতিক্রিয়া প্রকাশ করছে সরাসরি পক্ষপাতিত্ব। তারা অভিযোগ তুলেছে, আলম ও তার আশপাশের এলাকায় সক্রিয় থাকা কিছু ব্যক্তির টানাপোড়েনের মধ্যেই কি কোনও চক্র সক্রিয় রয়েছে, যারা সাধারণ মানুষের নিরাপত্তাকে উপেক্ষা করে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা চালাচ্ছে?

ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে, আইনের চোখে সবাই সমান হলেও, প্রশাসন কি সেই নীতি অনুসরণ করছে? বিজেপির (BJP) দাবি, বারংবার হিন্দু তরুণীদের বিরুদ্ধে অপরাধকে উপেক্ষা করছে বর্তমান সরকার। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দলটির বক্তব্য, রাজ্যের হিন্দু মেয়েদের নিরাপত্তা কি এখন শুধুই রাজনৈতিক স্বার্থের কাছে মূল্যহীন হয়ে পড়ছে?

BJP alleged bias after Hindu law student found unconscious in Alim house

আরও পড়ুনঃ আবারও থমকে গেল DA মামলা! রায় কবে? চিন্তায় লক্ষ লক্ষ সরকারি কর্মী

ঘটনার ছবি ও পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভ আরও বাড়ছে। বিজেপির (BJP) দাবি, প্রশাসনের এই নীরবতা কাঙ্ক্ষিত নয়, বরং অত্যন্ত উদ্বেগজনক।

বিজেপির পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন