বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চলছে জোর কদমে। আর এই সময়েই নির্বাচন কমিশন BLO-দের কাজকর্ম নিয়ে আরও কড়া হচ্ছে। কমিশন (Election Commission) সূত্রে খবর, বহু বুথ লেভেল অফিসার দায়িত্ব ঠিকমতো পালন করছেন না। কোথাও ভোটারদের বাড়ি না গিয়ে তিস্তাবাঁধের উপরে বসে ফর্ম বিলি করছেন, আবার কোথাও পক্ষপাত দেখানোর অভিযোগ উঠেছে। এই সব কারণে অনেক BLO-র বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হতে পারে শুক্রবারের মধ্যেই।
আগামী সপ্তাহে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের (Election Commission) অধিকারীরা
কমিশন (Election Commission) আগেই জানিয়ে দিয়েছিল, শনিবারের মধ্যেই এনুমারেশন ফর্ম বিলির কাজ শেষ করতে হবে। BLO-রা যাতে দেরি না করেন, সে কারণেই এই কঠোরতা। অন্যদিকে, আগামী সপ্তাহেই ফের রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। কলকাতা ও দক্ষিণবঙ্গেই তাঁদের নজরদারি বেশি থাকবে। তাঁদের লক্ষ্য ভোটার তালিকা যেন সম্পূর্ণ স্বচ্ছ থাকে।
বুধবার কমিশন (Election Commission) আরও বড় ঘোষণা করেছে। বলা হয়েছে, যাঁরা এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেবেন না, তাঁদের নাম সরাসরি খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবারই প্রথম খসড়া তালিকার সঙ্গে আরেকটি আলাদা তালিকাও প্রকাশ হবে। সেখানে লেখা থাকবে কার নাম কেন বাদ গেল।
এই তালিকায় মৃত ভোটারদের নামও থাকবে। কারণ, মৃত ব্যক্তিরা ফর্ম জমা দিতে পারবেন না। একইভাবে কারও নাম ভুয়ো বা অন্যত্র চলে গেলে সেটাও এই নতুন তালিকায় দেখা যাবে। অর্থাৎ জীবিত, মৃত, ভুয়ো, সব ভোটারের তথ্য এবার পরিষ্কার ভাবে থাকবে।

৯ ডিসেম্বর প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা। তার পাশেই থাকবে নতুন SIR তালিকা। এতে স্পষ্ট হয়ে যাবে কার নাম বাদ, কার নাম ঠিক, আর কার তথ্য ভুল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা একেবারে সঠিক রাখতে এই কড়া ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)।












