“বিহার দেখিয়ে দিল, এবার পালা বাংলার”, পশ্চিমবঙ্গে ভোট নিয়ে বড় ইঙ্গিত দিলেন শমীক

Published on:

Published on:

Samik Bhattacharya Says Bihar NDA Win Signals Big Political Shift in Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পূর্ব ভারতের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করে বলেন, “বিহারে NDA–র জয় শুধুমাত্র একটি নির্বাচন ফল নয়, এটি পূর্ব ভারতের বৃহত্তর রাজনৈতিক রূপান্তরের পূর্বাভাস।” তিনি আরও বলেন, “বিহারের মানুষ পরিবারতন্ত্র, দুর্নীতি এবং ভাঁওতাবাজির রাজনীতি প্রত্যাখ্যান করেছে। উন্নয়ন, স্বচ্ছতা ও স্থিতিশীলতার পক্ষে যে জনসমর্থন সেখানে তৈরি হয়েছে, তার প্রতিধ্বনি এখন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে বাংলায়।”

পশ্চিমবঙ্গ নিয়ে কি দাবী শমিকের (Samik Bhattacharya)?

শমীকের (Samik Bhattacharya) দাবি, পশ্চিমবঙ্গ বহু বছর ধরে চাকরি দুর্নীতি, কাটমানি, নিয়োগ চক্র, কয়লা পাচার, তোলাবাজি এবং প্রশাসনিক বিশৃঙ্খলার দংশন সহ্য করেছে। SSC মামলা থেকে শুরু করে নানান কেলেঙ্কারি, এর মাঝেই যুবসমাজের ভবিষ্যৎ আটকে আছে আদালতের দরজায়। রাজ্যের মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে, আর সাধারণ পরিবার থেকে ছোট ব্যবসায়ী, প্রতিদিন অন্যায় ও বিশৃঙ্খলার শিকার হচ্ছেন। তাঁর মতে, এই পরিস্থিতি থেকেই স্পষ্ট যে তৃণমূলের উপর মানুষের আস্থা ক্রমে ভেঙে পড়ছে।

এর পাশাপাশি তিনি (Samik Bhattacharya) দাবি করেন, মোদী সরকারের উন্নয়ন এখন বাংলার ঘরে ঘরে পৌঁছেছে। উজ্জ্বলা গ্যাস, আবাস যোজনায় বাড়ি, PM–JAY স্বাস্থ্যসুরক্ষা, রেশন–এর নিশ্চয়তা, জনধন অ্যাকাউন্ট, বেটি বাঁচাও বেটি পড়াও, হর ঘর জল, স্বচ্ছ ভারত মিশন, রেল, বন্দর, রাস্তা আধুনিকীকরণ, এই সব প্রকল্প মানুষের জীবনে সরাসরি পরিবর্তন এনেছে। এমনটাই লিখেছেন শমীক ভট্টাচার্য। তাঁর মতে, বাংলার যুবক, মহিলা, মধ্যবিত্ত ও প্রথমবার ভোটাররা বিজেপির দিকে ঝুঁকছেন কারণ উন্নয়নকে তাঁরা নিজের চোখেই দেখছেন।

শমীকের (Samik Bhattacharya) বক্তব্য, বিহারের এই জয় স্পষ্ট বার্তা দিচ্ছে যে, পূর্ব ভারতের পরবর্তী বড় রাজনৈতিক উত্থানের কেন্দ্র হবে পশ্চিমবঙ্গ। বাংলার মানুষ শুধু পরিবর্তন চায় না, চাইছে নতুন দিশা, নতুন নেতৃত্ব ও নতুন আস্থা। তিনি আরও লেখেন, বিহার দেখিয়ে দিয়েছে দুর্নীতির রাজনীতি শেষ পর্যন্ত হারেই। পশ্চিমবঙ্গও এখন সেই পথেই হাঁটার জন্য প্রস্তুত। শেষে শমীক স্পষ্ট বলেন, “ছাব্বিশের ভোটে মানুষ জিতবে, তৃণমূল হারবে।”

Samik Bhattacharya Says Bihar NDA Win Signals Big Political Shift in Bengal

আরও পড়ুনঃ এজলাসে হোয়াটসঅ্যাপ! হাসলেন বিচারপতি সিনহা, বললেন ‘এভাবে চাপ দেওয়া যায় নাকি?’, কী ঘটেছে জানুন

বিহারের নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে বাংলার রাজনৈতিক আবহে যে নতুন উত্তাপ তৈরি হয়েছে, শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) এই পোস্ট তা আরও বাড়িয়ে দিল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

শমীক ভট্টাচার্যের পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন