বাংলাহান্ট ডেস্ক: আলিনগর বিধানসভা কেন্দ্রে অভূতপূর্ব জয়ের পর যেন আনন্দে ভেসে যাচ্ছে মৈথিলী ঠাকুর (Maithili Thakur) পরিবার। ভিডিওতে দেখা যায়, বয়স মাত্র ২৪—এই তরুণী গায়িকা ও প্রথমবারের প্রার্থী মৈথিলী ঠাকুর যখন পরিবারসহ বিজয় উদ্যাপন করছেন, তখন আবেগে ভেঙে পড়ছেন তাঁর মা। চোখের কোণে জমে থাকা আনন্দাশ্রু যেন বলে দিচ্ছিল—সংগ্রাম, অপেক্ষা আর স্বপ্ন মিলেমিশে আজ যে দিনটি এসেছে, তা শুধুই তাদের পরিবারের নয়, গোটা আলিনগরেরও গর্বের মুহূর্ত।
নিজের পরিবারের সঙ্গে জয় উদযাপন মৈথিলীর (Maithili Thakur):
আলিনগর কেন্দ্রে মৈথিলীর (Maithili Thakur) জয় ছিল প্রায় একতরফা। তিনি মোট ৮৪,৯১৫ ভোট পেয়ে রাষ্ট্রীয় জনতা দল (RJD)-এর প্রার্থীকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। প্রথমবার ভোটে দাঁড়ানো একজন ১২-শ্রেণি উত্তীর্ণ গায়িকার এমন সাফল্য এই নির্বাচনের সবচেয়ে বড় চমক হয়ে উঠেছে। এই জয়ের মধ্য দিয়েই মৈথিলী ঠাকুর বিহারের সর্বকনিষ্ঠ বিধায়ক হওয়ার রেকর্ড গড়লেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তাঁর জনপ্রিয়তা, সাদামাটা ভাব এবং তরুণ ভোটারদের প্রতি বিশেষ আবেদনই তাঁকে এই ঐতিহাসিক জয়ের পথে এগিয়ে দিয়েছে।
আরও পড়ুন:নীতীশ-মোদীতেই রইল ভরসা! কোন জাদুবলে বিহারে ঝড় তুলল NDA?
ভিডিওতে দেখা যায়, মৈথিলীকে (Maithili Thakur) ঘিরে রয়েছেন তাঁর বাবা-মা, দুই ভাই রিশভ ও আয়ুষ, আর অন্যান্য পরিবারের সদস্যরা। সকলের মুখেই তৃপ্তির হাসি। মৈথিলীর মা তাঁর মেয়েকে জড়িয়ে ধরেই কান্নায় ভেঙে পড়েন—এ কান্না গর্বের, জয়ের, প্রতিটি মেয়ের স্বপ্ন উড়ে যাওয়ার সুর বুনে দেওয়ার কান্না। মৈথিলীও আবেগ সামলাতে পারছিলেন না। বিজয়লাভের ঠিক পরই তিনি পরিবারের পা ছুঁয়ে আশীর্বাদ নেন, যা মুহূর্তটিকে আরও হৃদয়গ্রাহী করে তোলে।
নির্বাচনী মৌসুমে মৈথিলীর (Maithili Thakur) সুরেলা কণ্ঠ, গ্রাম-বাংলার মানুষের সঙ্গে সহজাত যোগাযোগ এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর বিপুল জনপ্রিয়তা ভোটের ময়দানে বাড়তি শক্তি জুগিয়েছে। প্রচারসভায় নিজের কথায়, ‘আমি আপনাদের মেয়ে, আপনাদের ভালোবাসা যদি পাই, আলিনগরকে বদলে দেব’—এই সাদামাটা প্রতিশ্রুতি মানুষের মন ছুঁয়ে দিয়েছিল। সেই ভালোবাসারই প্রতিফলন দেখা গেল ফলাফলের দিন।

এবারের বিহার নির্বাচনে মোট ৬৭.১৩ শতাংশ ভোট পড়েছে, যা রেকর্ড। এই উচ্চ ভোটদানের তরঙ্গে তরুণ নেতৃত্বের প্রতি মানুষের নতুন আস্থাই যেন প্রতিফলিত হয়েছে। আলিনগরের বহু ভোটারই বলছেন, ‘মৈথিলী (Maithili Thakur) শুধু সঙ্গীতের নয়, রাজনীতিতেও শুদ্ধতার সুর তুলবেন।’ তাঁর জয়ের পর এলাকাজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ—ঢাকের শব্দ, আবির, আর বিজয় মিছিল যেন বদলে দিয়েছে পুরো পরিবেশ।
পরিবারের এই আবেগঘন উদ্যাপন প্রমাণ করে, মৈথিলীর (Maithili Thakur) রাজনৈতিক যাত্রা শুধু ব্যক্তিগত নয়—এ এক পরিবারের, এক সমাজের, এক প্রজন্মের জয়। ভিডিওর শেষ দৃশ্যে দেখা যায়, পরিবারের সকলের মাঝে দাঁড়িয়ে হাসছেন মৈথিলী। চোখেমুখে লজ্জা, কৃতজ্ঞতা আর ভবিষ্যতের প্রতিজ্ঞা মিলেমিশে এক অসাধারণ আলো ছড়াচ্ছে। বিহারের নতুন ইতিহাসের অধ্যায় যেন শুরু হচ্ছে তাঁর হাত ধরেই।












