বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ লোকসভা নির্বাচনে তমলুক থেকে বিজেপির টিকিটে লড়বেন অভিজিৎ। সম্প্রতি বিচারপতির আসন ত্যাগ করে গেরুয়া শিবিরে (BJP) যোগদান করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Former Justice Of Calcutta High Court Abhijit Gangopadhyay)। ইতিমধ্যেই হেভিওয়েট এই বিজেপি প্রার্থীকে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্র। সব মিলিয়ে চর্চার শিরোনামে এখন প্রাক্তন জাস্টিস।
তমলুক থেকে তৃণমূলের প্রতীকে লড়বেন তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। প্রতিপক্ষকে হারাতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। ওদিকে অভিজিৎ রাজনীতিতে নবীন হলেও কোনো ইস্যুতেই শাসকদলকে বিঁধতে বিন্দুমাত্র সময় ব্যয় করছেন না তিনি। সর্বদাই ঝাঁঝালো বিজেপির অভিজিৎ গাঙ্গুলি। একের পর এক বিতর্কিত মন্তব্য করে বর্তমানে তিনি লাইমলাইটে। যেই বিজেপি নেতা এখন প্রতিপক্ষকে আক্রমণ শানাতে ওস্তাদ কিছুদিন আগে বিচারপতি থাকাকালীন সেই অভিজিতই বলেছিলেন তিনি বিজেপিতে যোগদান করছেন না।
তিনমাস আগের ঘটনা। সেই সময় বিচারপতিরে আসন ‘অলংকৃত’ করে ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত জানুয়ারি মাসে রাজ্যে মেডিকেলে ভর্তি মামলার শুনানি চলছিল কলকাতা হাইকোর্টে তৎকালীন জাস্টিস গঙ্গোপাধ্যায়ের এজলাসে। যেই মামলা নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছিল। জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। হাইকোর্টে সেই মামলার শুনানি চলাকালীনই বিচারপতি গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত (Advocate General Kishor Datta) বলেছিলেন, আপনার ব্যাপারে আমার কাছে একটি সুনির্দিষ্ট খবর রয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, কী খবর? উত্তরে রাজ্যের এজি বলেন, আপনি আসন্ন লোকসভা ভোটে বিজেপির হয়ে প্রার্থী হতে চলেছেন।
আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা মামলায় ৫১ জনকে নোটিশ ধরাতে চলেছে CBI! তালিকায় কাদের নাম?
ভরা এজলাসে সরাসরি বিচারপতিকে এই প্রশ্ন করায় রীতিমতো থ হয়ে যান সকলে। যদিও এজির কথার উত্তরে সঙ্গে সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “না, এ কথা ঠিক নয়।” তবে চুপ করে থাকেন নি বিচারপতিও। এখানেই থামেন নি তিনি। পাল্টা এজিকে উদ্দেশ্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আপনি কীভাবে অ্যাডভোকেট জেনারেল হয়েছেন তা আমার জানা আছে। আগে তো একবার আপনাকে সরিয়ে দেওয়া হয়েছিল। আবার ফিরে এসেছেন। কিছুদিন আগে এই নজিরবিহীন ঘটনাই ঘটেছিল মেডিকেলে ভর্তি মামলার শুনানিতে।