বাংলা হান্ট ডেস্কঃ ধীরে ধীরে শীতের প্রকট বাড়ছে রাজ্যে। আগামী এক সপ্তাহ রাজ্যের আবহাওয়া মোটামুটি স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোথাও কোনও সতর্কতা নেই। তবে ভোরবেলা দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা নামতে পারে। আগামী কয়েকদিনে শীতের ছবিতে ধীরে ধীরে বদল আসবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
রবিবার থেকে কুয়াশা বাড়বে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। ১৬ নভেম্বর রবিবার থেকে ১৮ নভেম্বর, মঙ্গলবার পর্যন্ত ভোরের দিকে কুয়াশার দাপট বাড়বে। অনেক জায়গায় দৃশ্যমানতা কমে নেমে আসতে পারে প্রায় ২০০ মিটার পর্যন্ত। তবে সূর্য ওঠার পরই কুয়াশা কেটে যাবে। তাপমাত্রায় সামান্য পরিবর্তন হবে। তবে রাতের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না। তার পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে এখনই শীত পুরোপুরি বাড়বে না। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি কমই থাকবে।
কলকাতার আবহাওয়া | Kolkata Weather
কলকাতায় (Kolkata Weather) তাপমাত্রা স্থিতিশীল, পশ্চিমাঞ্চলে ঠান্ডা বেশি। কলকাতা ও আশপাশে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ ডিগ্রি। শুক্রবার শহরের সর্বোচ্চ ছিল ২৭.৭ এবং সর্বনিম্ন ১৭.১ ডিগ্রি। পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা অনেকটাই বেশি। শুক্রবার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে।

আরও পড়ুনঃ আজকের রাশিফল ১৫ নভেম্বর, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি
উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে (North Bengal Weather) শীত কার্যত দাপট দেখাতে শুরু করেছে। আলিপুরদুয়ারে শুক্রবার তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি দার্জিলিংয়ে পারদ নেমেছে ৭ ডিগ্রিতে। ভোর থেকেই কুয়াশা দেখা গেলেও দুপুর নাগাদ আবহাওয়া স্বাভাবিক হয়ে যাচ্ছে।












