নাবালক-নাবালিকাদেরও আগাম জামিনের অধিকার, চার বছরের লড়াই শেষে ঐতিহাসিক রায় দিল হাই কোর্ট

Published on:

Published on:

Calcutta High Court Allows Anticipatory Bail for Juveniles
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নাবালক বা নাবালিকারা কোনও অপরাধের অভিযোগে অভিযুক্ত হলে কি আগাম জামিনের আবেদন করতে পারবে? শুক্রবার সেই প্রশ্নেরই ঐতিহাসিক জবাব দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। চার বছর ধরে চলা শুনানির পর তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চ জানিয়ে দিল, প্রাপ্তবয়স্কদের মতোই নাবালকরাও এবার থেকে আগাম জামিন বা রক্ষাকবচের আবেদন করতে পারবে।

মামলার সূত্রপাত কিভাবে?

এক নাবালকের পরিবার আগাম জামিনের রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে (Calcutta High Court) আবেদন করলে শুরু হয় আইনি লড়াই। আবেদনকারীর দাবি ছিল, যখন প্রাপ্তবয়স্ক অভিযুক্তরা অভিযোগের ভিত্তিতে আগাম জামিন চাইতে পারে, তখন নাবালকদের সেই অধিকার কেন থাকবে না? আরও বলা হয়, একটি শিশুর নাগরিক অধিকার রয়েছে পরিবার ও বাবা-মায়ের কাছে থাকার।

এই একই বিষয় নিয়ে আগে হাই কোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চ আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা যায় ডিভিশন বেঞ্চে। তবে সেখানে দুই বিচারপতির মতবিরোধ তৈরি হওয়ায় মামলাটি নিষ্পত্তির জন্য গঠিত হয় বৃহত্তর বেঞ্চ।

চার বছর শুনানির পর চূড়ান্ত রায়

বিচারপতি জয় সেনগুপ্ত, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চে ২০২১ সাল থেকে শুরু হয় ধারাবাহিক শুনানি। দীর্ঘ চার বছর পর শুক্রবার রায় ঘোষণা করেন বিচারপতিরা। রায়ে বিচারপতি সেনগুপ্ত ও বিচারপতি ঘোষ নাবালক-নাবালিকাদের আগাম জামিনের আবেদনের পক্ষে মত দেন। তবে বিচারপতি পট্টনায়েক এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতেই চূড়ান্ত রায় দেওয়া হয়।

উল্লেখ্য, এতদিন পর্যন্ত কোনও নাবালক গ্রেপ্তার হলে জুভেনাইল জাস্টিস বোর্ড ঠিক করত সে জামিনে মুক্তি পাবে কি না। কিন্তু আগাম জামিনের সুযোগ ছিল না। বৃহত্তর বেঞ্চের এই নির্দেশ সেই আইনি কাঠামোতেই বড় পরিবর্তন এনে দিল। এখন থেকে কোনও নাবালক অভিযুক্ত হলে জুভেনাইল জাস্টিস বোর্ডের আগে হাই কোর্ট বা সংশ্লিষ্ট আদালতে (Calcutta High Court) আগাম জামিনের আবেদন করতে পারবে।

Calcutta High Court Allows Anticipatory Bail for Juveniles

আরও পড়ুনঃ বড়বাজারে বিধ্বংসী আগুন! একের পর এক বিল্ডিংয়ে লেলিহান শিখা, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

আইনজীবী মহলের মতে, নাবালকদের নাগরিক অধিকার রক্ষার ক্ষেত্রে এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন্দ্র ও রাজ্য দু’পক্ষই মামলার শুনানিতে নাবালকদের অধিকারের পক্ষে নিজেদের মত জানায়। আদালত (Calcutta High Court) সব দিক বিচার বিবেচনা করে জানায়, অভিযুক্ত হলেও শিশুদের যে মৌলিক অধিকার রয়েছে, তা বিন্দুমাত্র ক্ষুণ্ণ করা যাবে না।