দিনভর মিলবে পরিষেবা, বছর শেষে নতুন লোকাল ট্রেন কৃষ্ণনগর-আমঘাটা রুটে, জেনে রাখুন টাইমটেবিল

Updated on:

Updated on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগে এবং পরে বেশ কিছু লোকাল ট্রেনের (Krishnanagar Amghata Local Train) উদ্বোধন হয়েছে বাংলায়। নতুন এসি লোকাল চালু হয়েছে একাধিক রুটে। এবার কৃষ্ণনগর এবং আমঘাটা হল্টের মধ্যে চালু হতে চলেছে তিন জোড়া লোকাল ট্রেন। আগামী সোমবার থেকেই চালু হয়ে যাচ্ছে এই ট্রেনগুলি। আজ শনিবার, ১৫ নভেম্বর উদ্বোধন হতে চলেছে কৃষ্ণনগর জংশন-আমঘাটা-কৃষ্ণনগর জংশন লোকাল ট্রেন (Krishnanagar Amghata Local Train)। এই উদ্বোধনী লোকাল ট্রেনটি আমঘাটা হল্ট থেকে ছেড়ে পৌঁছাবে কৃষ্ণনগর জংশন।

নতুন লোকাল ট্রেন (Krishnanagar Amghata Local Train) চালু হচ্ছে কৃষ্ণনগর-আমঘাটা রুটে

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে কৃষ্ণনগর জংশন এবং আমঘাটা হল্টের মধ্যে নিয়মিত চলাচল করবে এই নতুন লোকাল ট্রেন। রেল সূত্রে খবর, সকাল ৬ টা ৪৫ থেকে রাত ৯ টা ৫৫ মিনিটের মধ্যে চলাচল করবে এই ট্রেনগুলি। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে কৃষ্ণনগর-আমঘাটা লোকাল ট্রেনের সময়সূচী।

New krishnanagar amghata local train is starting from today

নতুন ট্রেনের টাইমটেবিল: রেলের তরফে জানানো হয়েছে, ৩১৮১১ কৃষ্ণনগর-আমঘাটা লোকাল সকাল ৬ টা ৪৫ মিনিটে ছাড়বে কৃষ্ণনগর থেকে। আমঘাটা হল্টে পৌঁছাবে সকাল ৭ টা নাগাদ। ৩১৮১৩ কৃষ্ণনগর-আমঘাটা লোকাল কৃষ্ণনগর থেকে রওনা হবে দুপুর দেড়টা নাগাদ। দুপুর ১ টা ৪৫ মিনিটে ট্রেনটি পৌঁছাবে আমঘাটায়। ৩১৮১৫ কৃষ্ণনগর-আমঘাটা লোকাল রাত ৯ টা ১৫ মিনিটে কৃষ্ণনগর থেকে বেরিয়ে আমঘাটা হল্টে ঢুকবে রাত সাড়ে নটায়। এটিই দিনের শেষ ট্রেন।

আরও পড়ুন : মেলেনি ছাড়পত্র, এ সপ্তাহেও হল না চিংড়িঘাটার অসমাপ্ত কাজ, অরেঞ্জ লাইনে কবে শুরু হবে যাত্রী পরিষেবা?

আমঘাটা-কৃষ্ণনগর ট্রেনের টাইমটেবিল: অন্যদিকে ৩১৮৮২ আমঘাটা-কৃষ্ণনগর লোকাল সকাল ৭ টা ৮ মিনিটে ছাড়বে আমঘাটা হল্ট থেকে। সকাল ৭ টা ২৩ নাগাদ কৃষ্ণনগর পৌঁছাবে ট্রেনটি (Indian Railways)। ৩১৮৮৪ আমঘাটা-কৃষ্ণনগর লোকাল আমঘাটা হল্ট থেকে ছাড়বে দুপুর ১ টা ৫৩ মিনিটে। দুপুর ২ টো ৮ নাগাদ কৃষ্ণনগর জংশনে পৌঁছাবে ট্রেনটি।

আরও পড়ুন : ‘আর না প্লিজ’, মেয়ের এক বছর হতেই অন্য নায়িকার পাশে কাঞ্চন! বিষ্ফোরক প্রতিক্রিয়া শ্রীময়ীর

৩১৮৮৬ আমঘাটা-কৃষ্ণনগর লোকাল রাত ৯ টা ৩৮ এ ছাড়বে আমঘাটা হল্ট থেকে। রাত ৯ টা ৫৫ নাগাদ কৃষ্ণনগর জংশনে পৌঁছাবে ট্রেনটি। উল্লেখ্য, আজ শনিবার বেলা ১২ টা নাগাদ আমঘাটা থেকে ছেড়ে বেলা ১২ টা ১৫ নাগাদ কৃষ্ণনগর পৌঁছাবে কৃষ্ণনগর-আমঘাটা-কৃষ্ণনগর উদ্বোধনী লোকাল।