বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে আপনারও কি পিঁপড়ের উপদ্রব বেড়ে যাচ্ছে। চিনির কৌটো কিংবা বারান্দার রেলিং যেখানে চোখ পড়ুক না কেন পিঁপড়ের আনাগোনা চারিদিকে। আর এই পিঁপড়ের আনাগোনার ফলে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে আপনার (Home Remedies)। বৌভাত এই পিঁপতে তাড়ানোর চেষ্টা কর আপনি ব্যর্থ। তবে আপনারা কি জানেন আমাদের রান্নাঘরে এমন কিছু জিনিস পাওয়া যায় যা দিয়ে পিঁপড়েদের সহজেই তাড়াতে পারবেন। কি সেই জিনিসগুলো দেখে নিন।
পিঁপড়ের সমস্যায় নাজেহাল, ঘরোয়া টোটকায় মিলবে মুক্তি (Home Remediesl)
পিঁপড়ে তাড়ানো এক এক সময় খুব কঠিন কাজ হয়ে পড়ে। এর জন্য আপনি বাজার থেকে নিয়ে আসেন নানা রকম ওষুধ। তবে ফলের ফল তেমন কিছুই পাননি। কিন্তু আপনার অথবা আমারদের হেঁশেলে থাকা এমন কিছু উপকরণ আছে যা দিয়ে সহজেই এই পিঁপড়ে উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন (Home Remedies)। দেখে নিন ঘরোয়া টোটকা গুলো।
১) পিঁপড়ের উপদ্রব থেকে মুক্তি পেতে হলে আপনি ব্যবহার করতে পারেন তেজপাতা। তেজপাতার গন্ধ পিঁপড়ে একেবারেই সহ্য করতে পারেনা। তাই তেজপাতা গুঁড়ো করে ঘরের কোনায় কোনায় ছড়িয়ে দিন। দেখবেন এতে আপনি উপকার পাবেন।
২) এছাড়াও চিনির কৌটার মধ্যে অনেক সময় পিঁপড়ের উপদ্রব বেড়ে যায়। তাই চিনির কৌটার মধ্যে কয়েকটা লবঙ্গ রেখে দিলে সেখানে আর পিঁপড়ে হানা দেবে না।

আরও পড়ুন: শীতের ছুটি কাটানোর নতুন ঠিকানা, পরিবারকে নিয়ে ঘুরে আসুন ঝালংয়ের কাছে একদম অফবিট স্পটে
৩) বই রাখার সেলফিও অনেক সময় পিঁপড়ে দেখা দেয়। যার ফলে বই খাতার ক্ষতি হতে পারে। আর এই উপদ্রব থেকে বাঁচতে আপনি ছোট্ট একটি কাপড়ের পুটলিতে কয়েকটা লবঙ্গ ও দারচিনি রেখে দিন। এতে পিঁপড়ের উপদ্রব কমবে।
৪) এছাড়াও পিঁপড়ের উপদ্রব থেকে বাঁচার জন্য ব্যবহার করতে পারেন পুদিনা পাতা। কারণ পুদিনা পাতার কড়া গন্ধ একেবারেই পছন্দ নয় পিঁপড়ের। তাই সামান্য থেতো করে এই পাতা রান্নাঘর ও মেঝের কোণের অংশগুলিতে দিয়ে রাখুন। তাছাড়া পুদিনার তেল জলের সঙ্গে মিশিয়ে ঘরের স্প্রে করলে পিঁপড়ের উপদ্রব থেকে আপনি রক্ষা পাবেন।
৫) অনেক সময় পিঁপড়ে তাড়ানোর জন্য কেরোসিন তেল দিয়ে ঘর মোছা হয়। তবে তার পরিবর্তে কেরোসিন তেলের জায়গা সরষের তেল মিশিয়ে নিন। দেখবেন তাতেই পিঁপড়ের থেকে অনেকটা রেহাই পাবেন (Home Remedies)।












