বাংলা হান্ট ডেস্ক: ধারাবাহিকভাবে নিজের দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ইতিমধ্যেই ক্রিকেট অনুরাগীদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন ১৪ বছর বয়সী বিধ্বংসী ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এখন ইমার্জিং এশিয়া কাপে নীল জার্সিতে T20 অভিষেক ঘটেছে তাঁর। আর সেখানেও দাপট দেখিয়েছেন তিনি। মূলত, সংযুক্ত আরব আমিরশাহীর (United Arab Emirates) বিরুদ্ধে প্রথম T20-তে বৈভব ৩২ বলে ১৪৪ রান করেন। তিনি তাঁর ওই বিধ্বংসী ইনিংসে ১৫ টি ছক্কা মারেন। যার মাধ্যমে বৈভব অভিষেক শর্মার রেকর্ডও ভেঙে দেন।
ফের দাপট দেখালেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi):
অভিষেক শর্মার রেকর্ড ভাঙলেন বৈভব: জানিয়ে রাখি যে, বর্তমানে ICC T20 র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে থাকা ভারতের তারকা ব্যাটার অভিষেক শর্মা T20-র এক ইনিংসে সর্বাধিক ১৩ টি ছক্কা মারার রেকর্ড গড়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে এই নজির গড়েন তিনি। তবে, এবার তাঁর ওই রেকর্ড ভেঙেছেন বৈভব সূর্যবংশী।
WHAT. A. KNOCK 🤯
Vaibhav Suryavanshi lights up India A’s #RisingStarsAsiaCup opener with a magnificent 32-ball HUNDRED 👏🙌
Updates ▶️ https://t.co/c6VL60RuFV pic.twitter.com/iT0mvtOljo
— BCCI (@BCCI) November 14, 2025
শ্রেয়স আইয়ারও ১৫ টি ছক্কা মেরেছেন: বর্তমানে চোটের কারণে ভারতীয় দলের বাইরে থাকা শ্রেয়স আইয়ারও এই তালিকায় আছেন। তিনি সৈয়দ মুস্তাক আলী T20 ট্রফিতে সিকিমের বিরুদ্ধে ১৪৭ রানের ইনিংসে শ্রেয়স আইয়ার রেকর্ড ১৫ টি ছক্কা মেরেছিলেন। বৈভব এখন আইয়ার এবং ভানু পুনিয়াকেও ছুঁয়ে ফেলেছেন।
আরও পড়ুন: মিলেছে ৪৬৫ কোটি টাকার অর্ডার! হু হু করে দাম বাড়ল এই মাল্টিব্যাগার স্টকের
ভারতীয় হিসেবে T20 ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড পুনিত বিশতের দখলে: ২০২১ সালে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মিজোরামের বিরুদ্ধে পুনীত বিশত অপরাজিত ১৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। সেই ম্যাচে তিনি সর্বোচ্চ ১৭ টি ছক্কা হাঁকিয়েছিলেন।
আরও পড়ুন: বড় ঘোষণা আদানি গ্রুপের! এই রাজ্যে করবে ১ লক্ষ কোটির বিনিয়োগ, সামনে এল পরিকল্পনা
ফিন অ্যালেনের বিশ্ব রেকর্ড: জানিয়ে রাখি যে, T20-র এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার বিশ্ব রেকর্ডের অধিকারী নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। ২০২৫ সালের MLS-এ, তিনি সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলার সময় ৫১ বলে ১৫১ রান করেছিলেন। তিনি ওই দাপুটে ইনিংসে ১৯ টি ছক্কা মেরে বিশ্ব রেকর্ড গড়েন।












