অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পাবেন না বর্ধিত DA-র সুবিধা? জল্পনার অবসান ঘটিয়ে সামনে এল আসল সত্যি

Published on:

Published on:

Will retired govt employees not get the benefit of Dearness Allowance?
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার থেকে রিটায়ার কর্মীদের আর মিলবে না ডিএ (Dearness Allowance) বা পেনশনের সুবিধা! সম্প্রতি এমনই সোশ্যাল মিডিয়ায় এমনি এক চাঞ্চল্যকর তথ্য ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনে অনুমোদন দিয়েছে। আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়া, বিশেষ করে হোয়াটসঅ্যাপে একটি বার্তা দ্রুত ভাইরাল হতে শুরু করেছে। সেই বার্তায় দাবি করা হচ্ছে, কেন্দ্র সরকার নাকি ফাইন্যান্স অ্যাক্ট ২০২৫-এর অধীনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং ভবিষ্যতের কোনও সেন্ট্রাল পে কমিশনের সুবিধাই আর দেবে না। দাবি আরও করা হয়েছে, নতুন আইন অনুযায়ী পেনশনভোগীরা আর ডিএ বাড়ার সুবিধা বা অষ্টম বেতন কমিশনের মতো আর্থিক সুযোগ পাবেন না। ফলে ওই বার্তা সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে।

রিটায়ার কর্মীদের ডিএ (Dearness Allowance) না মেলার খবর ভুয়ো:

ভাইরাল হওয়া বার্তায় লেখা হয়েছে, ফাইন্যান্স অ্যাক্ট ২০২৫ নাকি স্পষ্ট করে দিয়েছে যে সরকার অবসরপ্রাপ্ত কর্মীদের আর্থিক সুবিধা বজায় রাখার জন্য দায়বদ্ধ নয়। এমনকি ভবিষ্যতের বেতন কমিশন কিংবা ডিএ বৃদ্ধির সুবিধাও তাঁদের জন্য আর প্রযোজ্য হবে না। এই মেসেজকে কেন্দ্র করে বিভ্রান্তি এবং আশঙ্কা ছড়িয়ে পড়ে বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণের ষড়যন্ত্রীদের সঙ্গে ছিল যোগাযোগ? বাংলা থেকে গ্রেফতার আল-ফালাহর প্রাক্তন ছাত্র

তবে সরকারি সূত্র দ্রুতই বিষয়টি খণ্ডন করেছে। কেন্দ্র সরকারের অফিসিয়াল ফ্যাক্ট চেক সংস্থা—PIB FactCheck—এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে ঘোষণা করেছে। বৃহস্পতিবার এক্স–এর অফিসিয়াল অ্যাকাউন্টে পিআইবি একটি পোস্ট করে জানায়, ফাইন্যান্স অ্যাক্ট ২০২৫-এ এমন কোনও বিধান নেই। অবসরপ্রাপ্ত কর্মীদের ডিএ বৃদ্ধি বা ভবিষ্যতের কোনও পে কমিশনের সুবিধা বন্ধ করে দেওয়ার দাবিগুলি ভিত্তিহীন।

পিআইবি স্পষ্ট জানিয়েছে, “ফাইন্যান্স অ্যাক্ট ২০২৫-এর অধীনে কি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ডিএ হাইক ও পে কমিশনের সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে? সোশ্যাল মিডিয়ায় যে দাবিগুলি ছড়াচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।” পাশাপাশি জানানো হয়, এই গুজবের সঙ্গে অষ্টম বেতন কমিশনের গঠনের অনুমোদনের কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন:একঘেয়েমি মাছের পদ ভুলে যান—এই শীতে ট্রাই করুন পেঁয়াজ-রসুনে সিদল শুঁটকি, রেসিপি রইল

সরকারের তরফে ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে, সম্প্রতি CCS (পেনশন) রুলস ২০২১–এর ৩৭ নম্বর নিয়মে সংশোধন করা হয়েছে। এই সংশোধন অনুযায়ী, কোনও সরকারি কর্মী যদি গুরুতর অনিয়ম বা অপরাধের কারণে চাকরি থেকে বরখাস্ত হন, তবে তাঁর রিটারায়ারমেন্ট সুবিধা বাতিল করা হতে পারে। এই নিয়ম শুধুমাত্র শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কিত, ডিএ বৃদ্ধি বা পে কমিশন সুবিধা বন্ধ করা নিয়ে নয়।

এ বছর মে মাসেই পিআইবি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মীদের এই সংশোধনী সম্পর্কে অবহিত করেছিল। কিন্তু হোয়াটসঅ্যাপের ভাইরাল বার্তায় ভুল তথ্য ছড়িয়ে পরিস্থিতি বিভ্রান্তমূলক করা হয়েছে বলে দাবি সরকারি মহলের। তাই কেন্দ্র সরকার ইতিমধ্যেই স্পষ্ট করে জানিয়েছে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি বা ভবিষ্যতের পে কমিশন বন্ধের কোনও সিদ্ধান্তই এখনো নেওয়া হয়নি।