বাংলা হান্ট ডেস্কঃ SIR শেষ হলেই রাজ্যে কার্যত শুরু হয়ে যাবে ভোটের প্রস্তুতির মূল পর্ব। সেই লক্ষ্যেই এখন থেকেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোট পরিচালনা মাঠ পর্যায়ের প্রস্তুতি যে এবার আরও কড়া হতে চলেছে, তার ইঙ্গিত মিলেছে কমিশনের নতুন তৎপরতায়।
রাজ্যের সমস্ত জেলাশাসকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে কমিশন (Election Commission)
সূত্রের খবর, আগামী ২১ নভেম্বর রাজ্যের সমস্ত জেলাশাসকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের খবর, ওই বৈঠকে মূলত ইভিএম ব্যবহারের প্রশিক্ষণ এবং তার কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা হবে। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালসহ জাতীয় নির্বাচন কমিশনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
কমিশন (Election Commission) সূত্রে জানা গিয়েছে, বৈঠকে থাকতে পারেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশি, এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। ইভিএম কীভাবে ব্যবহার করতে হবে, কীভাবে জেলা পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে, বৈঠকে এগুলোই নিয়েই আলোচনা হবে। পরবর্তী সময়ে এই প্রশিক্ষণ নিয়েই রাজনৈতিক দলের প্রতিনিধিদের ইভিএমের যাবতীয় কার্যবিধি, মক পোল প্রক্রিয়া-সহ সবটা বুঝিয়ে দেবেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

আরও পড়ুনঃ বেআইনি নির্মাণ? বড়বাজার অগ্নিকাণ্ডের তদন্তে নামছে পুরসভা, কড়া সিদ্ধান্তের ইঙ্গিত মেয়রের
নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠুতা নিশ্চিত করতে চলতি মাসের ১৮ বা ১৯ নভেম্বর রাজ্যে আসতে চলেছে কমিশনের (Election Commission) একটি বিশেষ প্রতিনিধি দল। তাদের মূল কাজ হবে SIR-এর অগ্রগতি ও বাস্তবায়ন খতিয়ে দেখা। রাজ্যে সরেজমিন পরিদর্শনের পর তারা একটি বিস্তারিত রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় কমিশনের কাছে। এই প্রক্রিয়ায় ইভিএম প্রশিক্ষণ থেকে শুরু করে SIR পর্যালোচনা, সব মিলিয়ে ভোটের দামামা বেজে ওঠার আগেই প্রশাসনকে পুরোপুরি প্রস্তুত করতে জোর দিচ্ছে নির্বাচন কমিশন।












