বিহারে ব্যর্থ পিকে! বাংলায় তাঁর ‘ক্রেডিট’ দাবি উড়িয়ে হুমায়ুন কবীর বললেন…

Published on:

Published on:

Humayun Kabir Warns TMC on Minority Discontent
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে মুসলিম ভোটব্যাঙ্ককে ঘিরে নতুন করে রাজনৈতিক আলোড়ন। বিহারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই পশ্চিমবঙ্গে তার সম্ভাব্য প্রভাব নিয়ে ফের সরব হলেন তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। তাঁর দাবি, রাজ্যের মুসলিমদের মধ্যে অসন্তোষ ক্রমশ দানা বাঁধছে। শাসকদল যদি এখনই সতর্ক না হয়, তবে বিহারের মতো রাজনৈতিক প্রতিক্রিয়া বাংলাতেও পড়তে পারে।

কী বলেছেন হুমায়ূন (Humayun Kabir)?

হুমায়ুন (Humayun Kabir) এদিন স্পষ্টই বলেন, “গোটা সম্প্রদায়কে যদি অবহেলা করা হয়, তাচ্ছিল্য করা হয়, তার বিরূপ প্রতিক্রিয়া যে দেখা দিতে পারে, সেটা বিহারের রেজাল্টেই স্পষ্ট। মুসলিমরা বিহারে মত বদল করেছে। বাংলায়ও তার আঁচ পড়তে পারে।”

পাশাপাশি, প্রশান্ত কিশোর এবং তাঁর ভোটকুশলী সংস্থা আইপ্যাককে কড়া ভাষায় আক্রমণ করেন হুমায়ুন (Humayun Kabir)। এদিন তিনি বলেন, “প্রশান্ত কিশোর প্রথমবার নিজের দল গড়ে বিহারে নির্বাচনে লড়েছিল। কিন্তু তাঁর টেবিলে বসে যে আইকিউ, সেটাও ব্যর্থ হয়েছে। বাস্তবে মানুষের কাছে তাঁর কোনও গ্রহণযোগ্যতা নেই, সেটা আবার প্রমাণিত হল। এমন একজন ব্যক্তি বাংলায় কী করে এত গ্রহণযোগ্যতা দেখাবে? তাঁর সংস্থায় এখন যারা রয়েছে, তারাও কী করে দেখাবে?”

এই অবস্থায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি নেতৃত্ব প্রয়োজন বলেই মনে করেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, “বাংলায় মমতার জয়ের জন্য প্রশান্ত কিশোর ক্রেডিট নিয়েছিল। আজ স্পষ্ট কোনও ক্রেডিটই ওর ছিল না। পুরো ক্রেডিট মমতার।” যদিও তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ সম্পূর্ণ ভিন্ন অবস্থান নেন। তিনি বলেন, “উনি যত মানুষের সঙ্গে ঘুরে বেড়ান, তার থেকেও বহু বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে। কোনওভাবেই বিহারের মতো বাংলার অবস্থা হবে না।”

Humayun Kabir Warns TMC on Minority Discontent

আরও পড়ুনঃ ভরা আদালতে বিস্ফোরণ! সীমা পাহুজাকে তোপ নির্যাতিতার মায়ের, ‘নির্লজ্জ’ বলতেই কান্নায় ভেঙে পড়লেন CBI-র মহিলা অফিসার

মুসলিম ভোটব্যাঙ্ক নিয়ে এই টানাপোড়েন রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। ইতিমধ্যেই বিহারের ফলাফলের প্রতিক্রিয়ায় যে অসন্তোষ প্রকাশ্যে আসছে, তা নিয়ে দলের অন্দরেই বাড়ছে চাপা গুঞ্জন। তার মধ্যে আবার হুমায়ুন কবীরের (Humayun Kabir) মন্তব্য নতুন করে উত্তেজনা তৈরি করেছে।