বাংলাহান্ট ডেস্ক : উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য দারুণ সুখবর। ঢেলে সাজানো হতে চলেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক (Siliguri Bengal Safari Park)। পুজোর মরশুমে এবার পর্যটকদের ঢল নামায় রেকর্ড আয় হয়েছে এই পার্ক থেকে। জানা যাচ্ছে, গত বছরের তুলনায় এ বছর প্রায় ১০ লক্ষ টাকা বেশি আয় হয়েছে বেঙ্গল সাফারি পার্কে। আর এবার তাই এই পার্কের আকর্ষণ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে (Siliguri Bengal Safari Park) রেকর্ড আয়
রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, এবার পুজোয় বেঙ্গল সাফারি পার্কে (Siliguri Bengal Safari Park) পর্যটকদের সংখ্যা অনেকটাই বেড়েছিল। তাই রেকর্ড আয় হয়েছে। পর্যটকদের জন্য আয়ের পরিকাঠামো আরও উন্নত করা হচ্ছে। বিশেষ করে সাফারি পার্কে আরও নতুন প্রাণীও আনা হচ্ছে। সাফারি পার্কের ডিরেক্টর বলেন, গত বছরের তুলনায় এবার ১০ লক্ষ টাকা বেশি রোজগার হয়েছে। বেঙ্গল সাফারি পার্কে এটাই রেকর্ড আয়।

পুজোর মরশুমে বেড়েছে আয়: সাফারি পার্ক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ২০২৪ সালে পুজোর মরশুমে অর্থাৎ দুর্গাপুজো থেকে কালীপুজো, ভাইফোঁটা পর্যন্ত সময়ে পার্কে রোজগার হয়েছিল ৬১ লক্ষ টাকা। এ বছর অক্টোবরে পুজোর মরশুমে আয় হয়েছে ৭১ লক্ষ টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় বেশি পর্যটক এসেছিলেন এবার। ডিসেম্বর থেকে শীতের মরশুম শুরু হয়ে যাচ্ছে। আরও নতুন ১৮ টি প্রাণী পর্যটকরা দেখতে পারবেন বলে জানা গিয়েছে। এমনকি সব ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরুতেই চালু হয়ে যেতে পারে সিংহ সাফারি (Lion Safari)।
আরও পড়ুন : দিনভর মিলবে পরিষেবা, বছর শেষে নতুন লোকাল ট্রেন কৃষ্ণনগর-আমঘাটা রুটে, জেনে রাখুন টাইমটেবিল
আনা হবে নতুন বন্যপ্রাণী: উল্লেখ্য, চলতি বছরেই কলকাতার আলিপুর চিড়িয়াখানা থেকে ১৮ টি নতুন বন্যপ্রাণী আনা হয়েছিল বেঙ্গল সাফারি পার্কে। তালিকায় ছিল একজোড়া হিমালয়ান ব্ল্যাক বিয়ার, দু জোড়া পেইন্টেড স্টর্ক পাখি, একজোড়া পুরুষ ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, একজোড়া স্পুন বিল পাখি, এক জোড়া স্ত্রী ঘড়িয়াল, তিন জোড়া গ্রিন ইগুয়ানা।
আরও পড়ুন : রবি থেকেই উঠে যাচ্ছে বুকিং কাউন্টার, তার আগে শনিবার ফের মেট্রো বিভ্রাট, তুঙ্গে যাত্রী ভোগান্তি
পরিবেশের সঙ্গে মানিয়ে উঠতে এতদিন প্রাণীগুলিকে কোয়ারান্টাইনে রাখা হয়েছিল। ডিসেম্বরের শুরুতেই এই প্রাণীগুলিকেও পর্যটকদের সামনে আনা হবে বলে মনে করা হচ্ছে। এতে আগামীতে সাফারি পার্কের আকর্ষণ আরও বাড়বে বলেই আশাবাদী কর্তৃপক্ষ।












