বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) রিঙ্কু সিং থেকে শুরু করে সুনীল নারিন, অজিঙ্ক রাহানে সহ ১২ জন খেলোয়াড়কে ধরে রেখেছে। তবে, KKR এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে যেটি অনুরাগীদের রীতিমতো অবাক করে দিয়েছে। মূলত, KKR তাদের পোস্টার বয় আন্দ্রে রাসেলকে (Andre Russell) রিলিজ করেছে। জানিয়ে রাখি যে, রাসেল ২০১৪ সাল থেকে এই দলের হয়ে খেলছেন। এর পাশাপাশি, ভেঙ্কটেশ আইয়ারকেও রিলিজ করা হয়েছে। KKR মোট ৯ জন খেলোয়াড়কে রিলিজ করেছে।
KKR (Kolkata Knight Riders)-এর রিটেন করা খেলোয়াড়দের তালিকা:
১. অঙ্গকৃশ
২. রিঙ্কু সিং
৩. মণীশ পাণ্ডে
৪. অজিঙ্কা রাহানে
৫. রোভম্যান পাওয়েল
৬. সুনীল নারিন
UNPRECEDENTED!!! pic.twitter.com/QXGY3qXUqz
— KnightRidersXtra (@KKR_Xtra) November 15, 2025
৭. রমনদীপ সিং
৮. অনুকূল রায়
৯. বরুণ চক্রবর্তী
১০. হর্ষিত রানা
১১. বৈভব অরোরা
১২. ওমরান মালিক
একসঙ্গে ৯ জন খেলোয়াড়কে রিলিজ করল KKR:
১. কুইন্টন ডি কক
২. ভেঙ্কটেশ আইয়ার
৩. আন্দ্রে রাসেল
৪. লাভনীত সিসোদিয়া
৫. রহমানুল্লাহ গুরবাজ
৬. স্পেন্সার জনসন
৭. অনরিখ নর্টজে
৮. মঈন আলী
৯. চেতন সাকারিয়া
IPL ২০২৬ নিলামে KKR-এর কাছে কত টাকা রইল: কলকাতা নাইট রাইডার্স তাদের বেশ কয়েকজন দামি খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে, যার মধ্যে ভেঙ্কটেশ আইয়ারও রয়েছেন। গত নিলামে ভেঙ্কটেশকে কেকেআর ২৩.৭৫ কোটি টাকায় কিনেছিল। রিলিজ করা অন্যান্য দামি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন রাসেলও। যাকে গত মরশুমের আগে ১২ কোটি টাকায় ধরে রেখেছিল KKR। কেকেআর কুইন্টন ডি কককেও রিলিজ করেছে। যার মূল্য ছিল ৩.৬ কোটি টাকা।
আরও পড়ুন: মাঠে নামলেই গড়ছেন একের পর এক রেকর্ড! এবার যা করে দেখালেন বৈভব সূর্যবংশী, অবাক ক্রিকেট বিশ্ব
এমতাবস্থায়, ২০২৬ সালের IPL নিলামে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬৪.৩ কোটি টাকা বাকি রয়েছে। ১৩ জন খেলোয়াড়ের জায়গা বাকি থাকায়, নিলামে KKR সর্বোচ্চ ১৩ জন খেলোয়াড় কিনতে পারবে। এছাড়াও, দলটি সর্বোচ্চ ৬ জন বিদেশি খেলোয়াড় কিনতে পারবে।












