সারা মাস সক্রিয় থাকবে সিম! মিলবে একগুচ্ছ সুবিধাও, একদম জলের দরে দুর্ধর্ষ প্ল্যান লঞ্চ করল BSNL

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: ভারতের সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) তার পরিষেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে নতুন ‘সিলভার জুবিলি প্ল্যান’ চালু করেছে, যা ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সংস্থার এই প্রিপেড রিচার্জ প্ল্যানটির মূল্য রাখা হয়েছে ২২৫ টাকা এবং এতে দেওয়া হচ্ছে আনলিমিটেড কলিং, ফ্রি ন্যাশনাল রোমিং, প্রতিদিন ২.৫ জিবি ডেটা এবং ১০০টি ফ্রি এসএমএসের সুবিধা। পাশাপাশি গ্রাহকরা পাচ্ছেন বিএইটিভি পরিষেবার অ্যাক্সেস, যেখানে ৩৫০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল এবং বিভিন্ন ওটিটি অ্যাপের কনটেন্ট ফ্রি স্ট্রিম করার সুযোগ রয়েছে। কোম্পানি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে এই নতুন প্ল্যানের ঘোষণা করেছে এবং জানিয়েছে যে তাদের লক্ষ্য গ্রাহকদের আরও বেশি সাশ্রয়ী ও সমৃদ্ধ ডাটা পরিষেবা দেওয়া।

একদম জলের দরে দুর্ধর্ষ প্ল্যান লঞ্চ করল বিএসএনএল (BSNL)

গত কয়েক বছরে সরকারি টেলিকম সংস্থা প্রতিযোগিতায় টিকে থাকতে ধারাবাহিকভাবে আকর্ষণীয় প্ল্যান নিয়ে এসেছে এবং তার প্রভাব বাজারে স্পষ্ট দেখা যাচ্ছে। বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে টক্কর দিতে গিয়ে বিএসএনএল (BSNL) বিভিন্ন কম খরচের রিচার্জ অফার চালু করেছে, যার ফলে গ্রাহক সংখ‍্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সম্প্রতি প্রকাশিত টিআরএআই-এর ডেটা অনুযায়ী, গত কয়েক মাসে বিএসএনএলের ইউজারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং নতুন প্ল্যান এই বৃদ্ধিকে আরও গতি দেবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:টাটা গ্রুপের এই কোম্পানি করল বাজিমাত! হল ৭৬,২৪৮ কোটির মুনাফা, বিনিয়োগকারীদের নজরে শেয়ার

নতুন সিলভার জুবিলি প্ল্যানের পাশাপাশি সংস্থার আরেকটি জনপ্রিয় অফার শিগগিরই শেষ হতে চলেছে। বিএসএনএলের ১ টাকার রিচার্জ অফারটি ১৮ নভেম্বর বন্ধ হয়ে যাবে। এই বিশেষ অফারটি মূলত নতুন সিম নেওয়া গ্রাহকদের জন্য চালু করা হয়েছিল এবং এতে দেওয়া হচ্ছিল ৩০ দিনের ভ্যালিডিটি। এই অফারে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং, ফ্রি ন্যাশনাল রোমিং এবং প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএসের সুযোগ পাচ্ছিলেন। স্বাধীনতা দিবসের সময় প্রথম এই অফার চালু করা হয়, পরে দীপাবলির সময়ে ফের একবার এটি নতুন গ্রাহকদের জন্য রোল আউট করা হয়।

BSNL launches a very exciting plan at a very low price.

আরও পড়ুন:১১ কোটি কৃষককে বড় উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী! ১৯ নভেম্বরে অ্যাকাউন্টে ঢুকবে টাকা

বিএসএনএল কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ভবিষ্যতেও সাশ্রয়ী পরিকল্পনা নিয়ে আসবে, যাতে দেশের সর্বত্র গ্রাহকরা আরও সহজে ও নিরবিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক সুবিধা উপভোগ করতে পারেন। কোম্পানির দাবি, নতুন সিলভার জুবিলি প্ল্যান তাদের পরিষেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে এবং আগামী দিনে গ্রাহক বৃদ্ধিতে বড় ভূমিকা নেবে।