বাংলাহান্ট ডেস্ক : বিতর্ক যেন থামছেই না ‘চিরদিনই তুমি যে আমার’কে ঘিরে। এর আগে প্রকাশ্যে বিতর্কে জড়িয়েছিলেন সিরিয়ালের (Serial) নায়ক নায়িকা জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায়। এর মাঝে আবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পর্দার আর্য সিংহ রায়। বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সে সময় পর্দার নায়কের জন্য দ্রুত সেরে ওঠার বার্তাও পাঠিয়েছিলেন দিতিপ্রিয়া। কিন্তু জিতু সেটে (Serial) ফিরতেই ফের সমস্যা।
ফের বিতর্কের মুখে চিরদিনই তুমি যে আমার সিরিয়াল (Serial)
কিছুদিন আগেই সিরিয়ালের (Serial) সেটে ফিরেছেন জিতু। পর্দায় নায়ককে ফিরে পেয়ে খুশি দর্শকরা। কিন্তু জিতু দিতিপ্রিয়ার মধ্যে আবার দ্বন্দ্বের আভাসে সরগরম হয়ে রয়েছে টেলিপাড়া। শুক্রবার গোটা দিনই নানান জল্পনা, গুঞ্জনে কেটেছে। এমনকি শোনা গিয়েছিল, দুজনের সমস্যার জেরে সিরিয়াল (Serial) বন্ধও হয়ে যেতে পারে। শেষমেষ সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে মুখ খুললেন জিতু এবং কার্যত স্বীকার করে নিলেন গুঞ্জন।

কী ঘটেছে সিরিয়ালের সেটে: সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্টে জিতু লিখেছেন, ‘আমি ঘরের কথা বাইরে নিয়ে যেতে পছন্দ করি না। তাই হয়তো মিডিয়ার বন্ধুদের ফোন আমি তুলতে পারি না যখন কোন অনভিপ্রেত ঘটনা ঘটে। কিন্তু, বললে তো সত্যি বলব! মিথ্যে কেন বলব?? মিথ্যে বলার থেকে না বলাই ভালো।’ এরপরেই তিনি বলেন, ‘হ্যাঁ,আমার সহ অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Serial) আমার সঙ্গে শর্ট দিতে রাজি নন।’
আরও পড়ুন : গত বছরের তুলনায় রেকর্ড আয়, পর্যটক টানতে ছাব্বিশেই সিংহ সাফারির ভাবনা শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে
কী অভিযোগ অভিনেতার বিরুদ্ধে: জিতু লিখেছেন, ”-আমি খুব খারাপ একজন মানুষ, -মহিলা অভিনেতাদের সাথে অভিনয় করার যোগ্য নই, -শরীর খারাপের মিথ্যে নাটক করছি, -তা নাহলে ১০ ঘণ্টা কাজ করছে কী করে হসপিটাল থেকে ফিরে।” এইসব অভিযোগগুলি তুলেছেন। প্রোডাকশন (Serial) মারফত আমি এই সব শুনতে পেলাম এবং সেই প্রোডাকশনের দু-তিনজন(এই সিরিয়ালটি সৃজনশীলতার দায়িত্বে রয়েছেন)এটাকে সহমত জানিয়ে বলেছেন যে আপনি চাইলে ছেড়ে দিতেও পারেন।’
আরও পড়ুন : চার সপ্তাহের ডেডলাইন, মহুয়ার অস্বস্তি বাড়িয়ে চার্জশিট জমা দেওয়ার সবুজ সংকেত পেল CBI
জিতু শেষে লিখেছেন, এই সমস্ত অভিযোগই মৌখিক ভাবে তাঁকে জানানো হয়েছে। কিন্তু তিনি এবার নিজেই প্রশ্নের মুখে পড়েছেন, তাঁর কি কোন আত্মসম্মান নেই? সে কারণে তিনিও কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান জিতু। সবশেষে অভিনেতার প্রশ্ন, ‘আগে বলুন আপনি ইন্টারভিউতে আগের মতোই মিথ্যে কথা বলেছেন, নইলে ডামি ব্যবহার করতে হচ্ছে কেন? আগে সৎ হতে হবে তারপর অভিনেতা, ষ্টার, সুপারস্টার, মেগাস্টার হবেন’। দুজনের বিতর্ক ফের প্রকাশ্যে আসতেই চিন্তিত সিরিয়ালের দর্শকরা। সত্যিই কি শেষ হয়ে যাবে চিরদিনই তুমি যে আমার? নাকি জিতু সিরিয়াল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন? কিন্তু তাঁকে ছাড়া ধারাবাহিকের টিআরপিতে কী প্রভাব পড়বে তা নিয়েও উঠছে প্রশ্ন।












