বাংলাহান্ট ডেস্ক : এসআইআর (SIR) প্রক্রিয়া চলছে পুরোদমে। ইতিমধ্যে অধিকাংশ ফর্ম বিলি হয়ে গিয়েছে। এবার সেগুলি জমা নেওয়ার পালা। সেই ফর্মগুলির সঙ্গে ভোটারদের তথ্য মিলিয়ে দেখা হবে। ঝাড়াই বাছাইয়ের পর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। সেখানে যদি কারোর নাম না থাকে তবে কী করবেন?
এসআইআর (SIR) প্রক্রিয়ায় বেরোবে খসড়া তালিকা
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, ৪ ডিসেম্বর পর্যন্ত ভোটার যাচাইকরণের (SIR) কাজ চলবে। এরপর ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। জানা যাচ্ছে, যদি এনুমারেশন ফর্ম ঠিক ভাবে ফিল আপ না করা হয়, কিংবা হিয়ারিংয়ে দেওয়া তথ্যের বিষয়ে নির্বাচন কমিশন সন্তুষ্ট না হয় তবে খসড়া ভোটার তালিকায় থাকবে না নাম।

কীভাবে তুলবেন নাম: সেক্ষেত্রে কী করবেন? কীভাবে তালিকায় তুলবেন নাম? খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে সাধারণ ভোটারদের মতো করেই নাম তুলতে হবে তালিকায়। তবে বর্তমানে ভোটার তালিকা লক হয়ে রয়েছে। এসআইআর (SIR) প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ভোটার তালিকা আনলক করে দেওয়া হলে তখন তোলা যাবে নাম।
আরও পড়ুন : গত বছরের তুলনায় রেকর্ড আয়, পর্যটক টানতে ছাব্বিশেই সিংহ সাফারির ভাবনা শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে
করতে হবে ফর্ম ৬ ফিল আপ: এর জন্য পূরণ করতে হবে ফর্ম ৬। বুথ লেভেল অফিসারের অফিসে গিয়ে জমা দিতে হবে এই ফর্ম ৬। পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত, পুরসভা অফিস বা এসডিও, বিডিও অফিসের ভোটার রেজিস্ট্রেশন কাউন্টার থেকেও পাওয়া যাবে ফর্ম ৬। এই ফর্ম মিলবে অনলাইনেও। তা ফিল আপ করে জমা দিতে হবে।
আরও পড়ুন : ‘আমি খুব খারাপ মানুষ’, শট দিতে রাজি নন নায়িকা, জিতু-দিতিপ্রিয়ার দ্বন্দ্বে শেষের মুখে সিরিয়াল?
উল্লেখ্য, এসআইআর চলাকালীন কোনও বৈধ ভোটার যদি ভোটার লিস্টে নাম না তোলেন সেক্ষেত্রেও কোনও সমস্যা নেই। নির্বাচন কমিশন জানিয়েছে, পরেও বৈধ নথি এবং তথ্য দিয়ে তালিকায় নাম তুলতে পারবেন ভোটার। অনলাইনে ভোটার তালিকায় নাম তুলতে চাইলে চতুর্থ ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টাল বা ভোটার হেল্পলাইন অ্যাপ দিয়ে আবেদন করা যাবে।












