বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়া ফের সরগরম জিতু কামাল-দিতিপ্রিয়া রায় (Jeetu-Ditipriya) বিতর্কে। মাঝে কিছুদিন বিতর্কের আঁচ স্তিমিত থাকলেও আবারও তা মাথাচাড়া দিয়ে উঠেছে। দিতিপ্রিয়া নাকি জিতুর সঙ্গে রোম্যান্টিক দৃশ্য করবেন না বলে দিয়েছেন, এমনটাই অভিযোগ। পাশাপাশি অনস্ক্রিন নায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগও নাকি এনেছেন তিনি। এ নিয়ে সম্প্রতি আবারও সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন জিতু (Jeetu-Ditipriya)। আর এবার চ্যানেল তথা প্রযোজনা সংস্থার বিরুদ্ধে উপচে পড়ল দর্শকদের ক্ষোভ।
ফের চর্চায় জিতু-দিতিপ্রিয়া (Jeetu-Ditipriya) বিতর্ক
টেলিপাড়ায় গুঞ্জন, জিতুকে নাকি পরোক্ষ ভাবে সিরিয়াল ছেড়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। জিতু নিজেও বলেছেন সে কথা। এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন জিতুর অনুরাগীরা। চ্যানেলের তরফে শেয়ার করা সিরিয়ালের একটি রিল ভিডিওর কমেন্ট বক্সে ক্ষোভ উগরে দিয়েছেন দর্শকরা। ছেয়ে গিয়েছে ‘বয়কট দিতিপ্রিয়া রায়’ এবং ‘রিপ্লেস দিতিপ্রিয়া রায়’ হ্যাশট্যাগে।

কী বলছেন নেটিজেনরা: একজন লিখেছেন, ‘আমরা আর্যর চরিত্রে জিতুকে ছাড়া আর কাউকে চাই না। জিতু কামালকে সসম্মানে ফিরিয়ে আনুন। প্রয়োজনে নায়িকা পালটান’। আরেকজন লিখেছেন, ‘আর্য সিংহ রায়ের চরিত্রকে জিতু কামালই প্রাণ দিয়েছেন। তাঁকে ছাড়া শো প্রাণহীন। নায়িকাকে অবিলম্বে বদলান। কিন্তু নায়কের পরিবর্তন মেনে নেব না’। এমনকি অনেকে দিতিপ্রিয়াকে (Jeetu-Ditipriya) ‘ন্যাকা’ বলেও কটাক্ষ করেছেন। কিন্তু কী নিয়ে নতুন বিবাদ?
আরও পড়ুন : ‘আমি খুব খারাপ মানুষ’, শট দিতে রাজি নন নায়িকা, জিতু-দিতিপ্রিয়ার দ্বন্দ্বে শেষের মুখে সিরিয়াল?
কী নিয়ে বিবাদ: সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্টে জিতু লিখেছেন, ‘আমি ঘরের কথা বাইরে নিয়ে যেতে পছন্দ করি না। তাই হয়তো মিডিয়ার বন্ধুদের ফোন আমি তুলতে পারি না যখন কোন অনভিপ্রেত ঘটনা ঘটে। কিন্তু, বললে তো সত্যি বলব! মিথ্যে কেন বলব?? মিথ্যে বলার থেকে না বলাই ভালো।’ এরপরেই তিনি বলেন, ‘হ্যাঁ,আমার সহ অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Serial) আমার সঙ্গে শর্ট দিতে রাজি নন।
আরও পড়ুন : বৈধ নথি সত্ত্বেও খসড়া তালিকায় নেই নাম! ভোটার লিস্টে নাম তুলবেন কী করে?
জিতু লিখেছেন, ”-আমি খুব খারাপ একজন মানুষ, -মহিলা অভিনেতাদের সাথে অভিনয় করার যোগ্য নই, -শরীর খারাপের মিথ্যে নাটক করছি, -তা নাহলে ১০ ঘণ্টা কাজ করছে কী করে হসপিটাল থেকে ফিরে।” এইসব অভিযোগগুলি তুলেছেন। প্রোডাকশন (Serial) মারফত আমি এই সব শুনতে পেলাম এবং সেই প্রোডাকশনের দু-তিনজন(এই সিরিয়ালটি সৃজনশীলতার দায়িত্বে রয়েছেন)এটাকে সহমত জানিয়ে বলেছেন যে আপনি চাইলে ছেড়ে দিতেও পারেন।’ তবে বিষয়টি নিয়ে জিতু মুখ খুললেও এখনও কোনও প্রতিক্রিয়া দেননি দিতিপ্রিয়া।












