নিরাপত্তাকর্মী খাতে ৩২ লক্ষ বরাদ্দ, আসছে ৩০ প্রশিক্ষিত গার্ড, স্বস্তিতে যাদবপুর

Published on:

Published on:

Jadavpur University gets fund clearance for deploying security guards
Follow

বাংলা হান্ট ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে অবশেষে বিশেষ সিদ্ধান্ত নিল অর্থ দপ্তর। বহু দিন ধরে অর্থদপ্তরে আটকে থাকা টাকার ছাড়পত্র মিলতেই বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দিল উচ্চশিক্ষা দপ্তর। র‍্যাগিংয়ের জেরে ছাত্রমৃত্যুর ঘটনার পরে আদালতের নির্দেশ অনুযায়ী ক্যাম্পাসে নিরাপত্তা টাইট করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তারই গুরুত্বপূর্ণ অগ্রগতি এই বরাদ্দ।

নিরাপত্তা খাতে কত টাকা বরাদ্দ হল বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) জন্য?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে অবশেষে ৩২ লক্ষ টাকার বরাদ্দ পেতে চলেছে প্রতিষ্ঠানটি। বহুদিন ধরে এই আবেদনটি অর্থদপ্তরে আটকে ছিল। অবশেষে অর্থদপ্তরের তরফে ছাড়পত্র মেলায় সেই তথ্য বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর।

এই বরাদ্দের মাধ্যমে চুক্তিভিত্তিতে ৩০ জন প্রশিক্ষিত নিরাপত্তারক্ষী এবং দু’জন সুপারভাইজার নিয়োগ করতে পারবে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ। র‍্যাগিংয়ের জেরে ছাত্রমৃত্যুর পর আদালত যে নিরাপত্তা আঁটসাঁট করার নির্দেশ দিয়েছিল, সেই রূপরেখার একটি গুরুত্বপূর্ণ অংশ হল এই মানববল নিয়োগ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, বড়ো ক্যাম্পাসে বর্তমান নিরাপত্তা-ব্যবস্থা যথেষ্ট নয় এবং অতিরিক্ত গার্ড নিয়োগ দীর্ঘদিনের দাবি ছিল।

Jadavpur University gets fund clearance for deploying security guards

আরও পড়ুনঃ FIR-এ নামই নেই, তবু গ্রেপ্তার! সুতির পুলিশকে চরম ভর্ৎসনা কলকাতা হাই কোর্টের

এর আগে সিসিটিভি ক্যামেরা বসানো ও আপগ্রেডের জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পেয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। নিরাপত্তা-সংক্রান্ত সেই প্রকল্পের জন্য আরও ৬৮ লক্ষ টাকা পাওয়ার কথাও রয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। সব মিলিয়ে, একের পর এক পদক্ষেপে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিকাঠামো আরও মজবুত করার কাজ ভালো ভাবেই এগোচ্ছে বলে জানা গিয়েছে।